নানা রঙের যুবভারতীর চাঁদের হাটে আবেগ আর গ্ল্যামারকে মিশিয়ে জমকালো বোধন ISL-এর

শুভ সূচনা হল ভারতে সবচেয়ে বড় ফুটবল শো-এর। গ্ল্যামার ও স্পোর্টসের মিশেলে শুরু হয়ে গেল ইন্ডিয়ান সুপার লিগ।

Updated By: Oct 12, 2014, 08:10 PM IST
নানা রঙের যুবভারতীর চাঁদের হাটে আবেগ আর গ্ল্যামারকে মিশিয়ে জমকালো বোধন ISL-এর
ছবি সৌজন্যে- স্টার স্পোর্টস ডট কম , পিটিআই

ওয়েব ডেস্ক: শুভ সূচনা হল ভারতে সবচেয়ে বড় ফুটবল শো-এর। গ্ল্যামার ও স্পোর্টসের মিশেলে শুরু হয়ে গেল ইন্ডিয়ান সুপার লিগ।

শঙ্খ বাজিয়ে যুবভারতীতে জমকালো অনুষ্ঠানের সূচনা করলেন বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষ। আইএসএলে অংশ নিচ্ছে আটটি দল। একের পর এক, সেই আটটি রাজ্যের বাদকরা এসে পারফর্ম করলেন। সঙ্গে ছিল শিবমণি ম্যাজিক।

রবিবার রাতে যুবভারতীতে ছিল তারকার ছড়াছড়ি। অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, অভিষেক বচ্চন, জন আব্রাহাম, রণবীর কাপুর। এককথায় যুবভারতী ক্রীড়াঙ্গন বলিউডে পরিণত হয়েছিল। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

জমকালো উদ্বোধনে চাঁদের হাট বসেছিল। কিন্তু কলকাতার দর্শকদের মনকে ছুঁয়ে গেল শিবা শিরোমনির ড্রাম। লাল পোশাকে মাঠে উপস্থিত হয়েছিলেন দেশের সেরা ড্রামার। ড্রামের অসাধারণ বাজনায় মাতিয়ে দিলেন সারা মাঠ। দর্শকদেরও সেলাম জানাতে ভুললেন না শিবা। অতীতে যুবভারতীতে এআর রহমানের শোতে এসেছিলেন।  কিন্তু আইএসএলের উদ্বোধনের শোয়ের মেজাজটা ছিল অন্যরকম।
 
আইপিএলে মাঠে সারাক্ষণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে গলা ফাটিয়েছেন। এবার ফুটবল ময়দানে কসকাতা অ্যাটলেটিকোর হয়ে গলা ফাটালেন উষা উথ্থুপ।    


    
ফুটবলের টান কিছুতেই এড়াতে পারেননি। তাই আইএসএলের উদ্বোধনের বেশ কিছুটা আগেই যুবভারতীতে পৌছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিগ বি-র পাশে বসে জমকালো উদ্বোধনের সাক্ষী থাকলেন। নিজের শহরের দল অ্যাটলেটিকো দ্য কলকাতার জন্য মন পড়ে থাকলেও মাস্টার্স ব্লাস্টার্স সচিন তেন্ডুলকরকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না। কেরালা ব্লাস্টার্সের সমর্থনে জোড়ে হাততালি দিয়ে উঠলেন। অন্যরা কিভাবে দেখছেন তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। মুখ্যমন্ত্রীর সাফ কথা ভারতীয় ফুটবলের আঁতুড়ঘরে ঢুকে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে আইএসএল।

 

আইপিএলের ছোঁয়া এবার আইএসএলে। শরীরে নানান রংয়ের বাহার এতদিন ছিল আইপিএলের পরিচিত দৃশ্য।  মুখে ও চুলে রং করা দর্শকদের পরিচিত ভীড় দেখা যেত ক্রিকেট ময়দানে। এবার সেই ছবি ভারতের ফুটবল ময়দানে। ভারতীয় ফুটবলের নতুন গ্রুমিং দেশের হতশ্রী ফুটবলের চেহারাটা অনেকটা বদলাবে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

 

জমকালো উদ্বোধনে চাঁদের হাট বসেছিল। কিন্তু কলকাতার দর্শকদের মনকে ছুঁয়ে গেল শিবা শিরোমনির ড্রাম। লাল পোশাকে মাঠে উপস্থিত হয়েছিলেন দেশের সেরা ড্রামার। ড্রামের অসাধারণ বাজনায় মাতিয়ে দিলেন সারা মাঠ। দর্শকদেরও সেলাম জানাতে ভুললেন না শিবা। অতীতে যুবভারতীতে এআর রহমানের শোতে এসেছিলেন।  কিন্তু আইএসএলের উদ্বোধনের শোয়ের মেজাজটা ছিল অন্যরকম।

.