ধীরজদের পেতে এবার আসরে নামল আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো
নিজস্ব প্রতিবেদন : যুব বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর অনূর্ধ্ব সতেরো দলকে ধরে রাখতে মরিয়া ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ইতিমধ্যেই ধীরাজ,আনোয়ারদের মাসিক পঞ্চাশ হাজার টাকার চুক্তির অফার দেওয়া হয়েছে। দিল্লি ছাড়ার আগে সেই চুক্তিতে সইও করে দিয়েছেন দশ-বারোজন ফুটবলার। তবে দেশের সেরা তরুণ প্রতিভাদের পেতে এবার আসরে নামল বেশ কয়েকটা আইএসএল ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে দক্ষিণ ভারতের এক ফ্র্যাঞ্চাইজি ধীরজ,আনোয়ারদের ফেডারেশনের দেওয়া অফারের তিনগুণ দিতে রাজি। আর তাতেই মাথা ঘুরে গেছে বেশ কয়েকজন ফুটবলারের।
আরও পড়ুন ধোনি আর জিভার একসঙ্গে লাড্ডু খাওয়ার ভিডিও দেখুন
তবে ফেডারেশন সূত্রের খবর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া কোথায় খেলতে পারবেন না কোমল ধাতাল,আনোয়ার আলিরা। একই সঙ্গে ফেডারেশনের বেশ কয়েকজন কর্তার বক্তব্য অনিচ্ছুক কাউকে ধরে রেখে কি লাভ। এখানেই প্রশ্ন উঠছে যে আইএসএল ফ্র্যাঞ্চাইজি অফার করাতেই কি আনোয়ারদের নিয়ে কিছুটা নমনীয় এআইএফএফ।
আরও পড়ুন বাংলাদেশের মাটিতে হকি মাঠে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত