Ravindra Jadeja, Irani Trophy: জাদেজা নেমে পড়লেন মাঠে! বিশ্বাস হচ্ছে না উনাদকাটের

রবীন্দ্র জাদেজা খেললেন ইরানি ট্রফি! জয়দেব উনাদকাটের পোস্ট দেখে হতবাক নেটিজেনরা। এ কী করে সম্ভব হতে পারে!

Updated By: Oct 5, 2022, 09:03 PM IST
Ravindra Jadeja, Irani Trophy: জাদেজা নেমে পড়লেন মাঠে! বিশ্বাস হচ্ছে না উনাদকাটের
ঠিক যেন জাদেজা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Saurashtra Cricket Association Stadium, Rajkot) ইরানি কাপে (Irani Cup 2022) মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র (Saurashtra) ও অবশিষ্ট ভারত একাদশ (Rest of India)। হনুমা বিহারীর (Hanuma Vihari)  অবশিষ্ট ভারত একাদশ ৮ উইকেটে জয়দেব উনাদকাটদের (Jaydev Unadkat) হারিয়ে ইরানি ট্রফি জিতেছে। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৯৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে অবশিষ্ট ভারত একাদশ ৩৮০ রান করে। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র ৩৮০ রান করে। জবাবে অবশিষ্ট ভারত একাদশ ২ উইকেট হারিয়ে ১০৫ রান করে ম্যাচ বার করে নেয় অনায়াসে। এই ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে, যা দেখে অবাক হয়ে গিয়েছেন সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকাট।

উনাদকাট ট্যুইটারে প্রেরক মানকাডের সঙ্গে ব্যাট করার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'ছদ্মবেশী জাড্ডুকে সৌরাষ্ট্র দলে পেয়ে আনন্দিত'। ঘটনাচক্রে  প্রেরককে অবিকল জাদেজার মতোই দেখাচ্ছিল। তাই মজা করে এমন পোস্ট করেছেন উনাদকাট। ঘটনাচক্রে গত ৩১ অগস্ট হংকংয়ের বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন জাদেজা। চোট এতটাই গুরুতর ছিল যে, তাঁকে শেষপর্যন্ত অস্ত্রোপচার করাতে হয়। এশিয়া কাপের বাকি টুর্নামেন্ট থেকেই শুধু ছিটকে যাননি জাদেজা। এমনকী আসন্ন টি-২০ বিশ্বকাপও খেলা হবে না তাঁর। জাদেজার আপাতত মাঠে নামার কোনও সম্ভাবনাই নেই। তিনি আছেন বিশ্রামে। অন্যদিকে প্রেরক ইরানি ট্রফিতে দুই ইনিংস মিলিয়ে (৯+৭২) ৮১ রান করেছেন। প্রেরক সৌরাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। এই ফরম্যাটে তাঁর ১৫৮৮ রান আছে ৩৫ ম্যাচে। লিস্ট এ ক্রিকেটে করেছেন ১৩৫৩ রান। প্রেরক বলটাও ভালো করেন। প্রথম শ্রেণিতে ৩৫টি ও লিস্ট এ-তে ৩০টি উইকেট নিয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.