আজ আইপিএল সূর্যোদয়ে সুযোগ পেলেন মুস্তাফিজুর

কেকেআর-এর প্রথম ম্যাচে দলে সাকিব আল হাসান ছিলেন না। কিন্তু সান রাইজার্সের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান আছেন। আইপিএল নাইনে প্রথম বাংলাদেশী ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ পেলেন এই বাংলা পেসার। মঙ্গলবার, বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সান রাইজার্স ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সবাই। আরসিবি-র প্রথম একাদশে চার বিদেশী হিসেবে গেইল, ডেভিলিয়ার্স ছাড়া আছেন শেন ওয়াটসন ও অ্যাডাম মিলনে।

Updated By: Apr 12, 2016, 07:55 PM IST
আজ আইপিএল সূর্যোদয়ে সুযোগ পেলেন মুস্তাফিজুর

ওয়েব ডেস্ক: কেকেআর-এর প্রথম ম্যাচে দলে সাকিব আল হাসান ছিলেন না। কিন্তু সান রাইজার্সের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান আছেন। আইপিএল নাইনে প্রথম বাংলাদেশী ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ পেলেন এই বাংলা পেসার। মঙ্গলবার, বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সান রাইজার্স ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সবাই। আরসিবি-র প্রথম একাদশে চার বিদেশী হিসেবে গেইল, ডেভিলিয়ার্স ছাড়া আছেন শেন ওয়াটসন ও অ্যাডাম মিলনে।

 অন্যদিকে, সান রাইজার্স একাদশে চার বিদেশী হিসেবে আছেন ওয়ার্নার, হেনরিকে, মুস্তাফিজুর, মর্গ্যান। লড়াই মূলত আরসিবি-র ব্যাটিং বনাম সান দলের বোলিং। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সান রাইজার্স দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সান রাইজার্স দলের শক্তিশালী বোলিং লাইন আপে আছেন নেহেরা, ভূবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান। সেখানে আরসিবি-র প্রথম চার ব্যাটসম্যানের নাম গেইল, কোহলি, ডেভিলিয়ার্স, ওয়াটসন। নাম হি কাফি হ্যায়...

.