WATCH: 'গ্রহণ করলাম না', লাইভ টিভি-তে সানির কাছে ক্ষমা চাইলেন পাঠান! লাভ হল না কোনও

Irfan Pathan talks about batting technique apologizes to Sunil Gavaskar: ইরফান পাঠান ও সুনীল গাভাসকরের কথোপকথন ভাইরাল হয়ে গেল। দুই প্রাক্তন হৃদয় জয় করে নিলেন সোশ্যাল মিডিয়ার।  

Updated By: Dec 29, 2023, 05:24 PM IST
WATCH: 'গ্রহণ করলাম না', লাইভ টিভি-তে সানির কাছে ক্ষমা চাইলেন পাঠান! লাভ হল না কোনও
সুনীল-ইরফানের কথোপকথন ভাইরাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য়সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্টে খবরের শিরোনামে এসেছেন দেশের দুই প্রাক্তন ক্রিকেটার। জোর চর্চায় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। অধরাই থেকে গেল মাধুরী! ১৯৯২ সাল থেকে একই ট্র্যাডিশন বজায় রেখেছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার। বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিয়েছে। পাঁচদিনের টেস্ট তিন দিনে খতম করে দুই ম্য়াচের টেস্ট সিরিজে আয়োজক দেশ এগিয়ে গিয়েছে ১-০ ব্য়বধানে। ভারত প্রথম ইনিংসে ২৪৫ করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করে। দ্বিতীয় ইনিংসে চরম ব্য়াটিং ভরাডুবি হয় ভারতের। মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় টিম। ভারত প্রথম ইনিংসে ২৪৫ করতে পেরেছিল কেএল রাহুলের (KL Rahul) সেঞ্চুরির (১৩৭ বলে ১০১) সুবাদে। 

আরও পড়ুন: SA vs IND: 'আগে SENA দেশে খেলুক, তারপর প্রিন্স থেকে কিং হবে'! গিলকে গিলে খেলেন এই প্রাক্তন

মধ্য়াহ্ণ ভোজের বিরতিতে রাহুলের সংযমী ও দুরন্ত খেলার বিশ্লেষণ করছিলেন পাঠান-গাভাসকর। সেই ভিডিয়ো পাঠান তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) শেয়ার করেছেন। পাঠান বলেছিলেন, 'দেখুন, প্রথমত, কৌশলের দিক থেকে, সানি স্যর বলেছে যে, রাহুল মাথা নীচু করে কীভাবে খেলবে। আমি বলব একজন ব্যাটারের জন্য়, বল খেলার সময় তার পা সামনের দিকে প্রসারিত করছে নাকি পিছনে নিয়ে যাচ্ছে, তা সবসময় আলোচনার বিষয়। রাহুলের ক্ষেত্রে আমি দেখলাম যে, ও বলটি নিজের কাছে আসতে দিচ্ছে, যা আবশ্যক। কিন্তু তার পাশাপাশি ওর ব্যাটিংয়ের উজ্জ্বল দিক ছিল ব্যাটের অবস্থানও।' এরপর পাঠান খানিক থেমে বলে, 'স্য়র আমি দুঃখিত,' গাভাসকর বলেন, 'আরে কোনও সমস্য়া নেই।' এরপর পাঠান আরও যোগ করেন, 'কিন্তু ব্যাটকে নির্দিষ্ট কোণে রাখলে, ব্যাটারের হাতে সময় থাকে। এটা আসলে অল্পবয়সী ছেলেদের জন্য মাস্টারক্লাস। যদি পিচে সাহায্য পাওয়া যায়, তাহলে কেউ ব্যাটটিকে নরম ভাবেও ধরতে পারে।'

পাঠান শেষ করার পর গাভাসকর বলেন, 'পাঠান আমাকে সরি বললো, কিন্তু আমি আজ গ্রহণ করব না। কারণ আজ আমিও নতুন কিছু শিখেছি। যতক্ষণ কেউ এই খেলার ছাত্র থাকবে, ততক্ষণই সে শিখতে থাকবে। এবং এতে শুধুই উপকার হবে। আমি এই ব্য়াপারে কখনই ভাবিনি। তবে কৌশলের ক্ষেত্রে এর মধ্য়ে গভীর অন্তর্দৃষ্টি। আমি মোটেও অবাক নই কারণ ইরফান একজন অলরাউন্ডার। সে বোলারের দৃষ্টিকোণ থেকেই রাহুলের ব্যাটিংঅধ্যয়ন করেছে।' গাভাসকর কোথাও বুঝিয়ে দিলেন যে, তিনি ক্রিকেটটি গুলে খেলেও তরুণের কাছে তাঁর শিখতে কোনও অসুবিধা নেই। তা তিনি মেনে নিয়ে আরও একবার হৃদয় জয় করলেন। গাভাসকরের স্বীকৃতি মাথা পেতে নেন পাঠান। তিনি বলেন, 'কৃতজ্ঞতা আজ আমাকে পূর্ণ করল, এবং এটি শুধুমাত্র কোন দিনের কথা নয়। এই প্রশংসার জন্য সানি স্যরকে ধন্যবাদ। সত্যিই আমার বছর পরিপূর্ণ হয়ে গেল।'৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট। এবার দেখার ভারত মুখরক্ষা করতে পারে কিনা!

আরও পড়ুন: SA vs IND: লজ্জার হারে মাথা হেঁট, গতিতেই বদলা চায় ভারত, দলে এলেন ১০ কোটির 'আগ্নেয়াস্ত্র'!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.