COVID-19 আক্রান্তদের ঘরে বিনামূল্যে খাবার! মহানুভবতার নিদর্শন রাখলেন পাঠানদের বাবা

এই কঠিন সময়ে যে যাঁর সাধ্য মতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

Updated By: Apr 28, 2021, 07:47 PM IST
COVID-19 আক্রান্তদের ঘরে বিনামূল্যে খাবার! মহানুভবতার নিদর্শন রাখলেন পাঠানদের বাবা

নিজস্ব প্রতিবেদন: এই কঠিন সময়ে যে যাঁর সাধ্য মতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কোভিড বিধ্বস্ত ভারতে মানুষের আজ সবচেয়ে প্রয়োজন মানুষকেই। কিন্তু এই মহামারিতে সামাজিক দূরীকরণের মতো শব্দবন্ধকেও মাথায় রাখতে হচ্ছে। কাছে না এসেও, কাজের কাজটা করে দিচ্ছেন অনেকে। 

দুঃসময়ে বদোদরার মানুষের পাশে দাঁড়িয়েছেন ইরফান (Irfan Pathan) ও ইউসুফ পাঠানের (Yusuf Pathan) বাবা মেহমুদ খানের (Mehmood Khan) নাম। বদোদরায় করোন আক্রান্ত মানুষগুলোর ঘরে তিনি বিনামূল্যে ফুড-কিট পাঠিয়ে দিচ্ছেন।আর এই কাজটা করছে মেহমুদ খানের ফাউন্ডেশন।

আরও পড়ুন: IPL 2021: দুই শিষ্যের ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন Shastri! নজর কেড়ে নিলেন টুইট করে

বুধবার সন্ধ্যায় ইরফান পাঠান টুইটারে লেখেন, "বদোদরায় যাঁরা করোনাক্রান্ত হয়েছেন এবং যাঁদের খাবারের প্রয়োজন, তাঁরা আমাদের বাবার ট্রাস্ট, মেহমুদ খান এস পাঠান পাবলিক চ্যারিটেবল ট্রাস্টে যোগাযোগ করুন। আমি সকলকে অনুরোধ করব। এই কঠিন সময় শান্ত থাকুন। নিজেদের ও আশেপাশের মানুষের যত্ন নিন।" অতীতেও পাঠানদের একাধিক সামাজিক কাজে যুক্ত থাকতে দেখা গিয়েছে।

 

 

.