ব্র্যাভোর প্রত্যাবর্তনের ম্যাচে হার ওয়েস্ট ইন্ডিজের, টি-২০ তে রেকর্ড আয়ারল্যান্ডের
ওপেনিং জুটিতে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডোয়াইন ব্র্য়াভোর প্রত্যাবর্তন সুখের হল না। আয়ারল্যান্ডের কাছে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয় টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়লেন আইরিশরা।
বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজেকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে চমক দিল আয়ারল্য়ান্ড। সেন্ট জর্জেস-এ বুধবার ৪ রানে ক্যারিবিয়ানদের হারাল আইরিশরা। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং আর কেভিন ও'ব্রায়েন জুটি মাত দিলেন। পাওয়ার প্লে-তে (প্রথম ৬ ওভার) রেকর্ড রান তুললেন দুজনে। পাওয়ার প্লে-তে ৯৩ রান তুলে রেকর্ড গড়লেন । ওপেনিং জুটিতে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড।
Paul Stirling departs shortly after Kevin O'Brien but what a partnership they had – runs from just balls #WIvIRE pic.twitter.com/XtwVwyGmT9
— ICC (@ICC) January 15, 2020
স্টার্লিংয়ের ৯৫ আর কেভিন আর ও'ব্রায়েন এর ৪৮ রানের সৌজন্যে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আয়ারল্যান্ড। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে ২৮ রান দিয়ে ২টি উইকেট নিলেন ডোয়াইন ব্র্যাভো। ২০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে এভান লুইস (৫৩), কায়রন পোলার্ড, শিমরন হেটমায়াররা টার্গেটের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ দু ওভারে বাজিমাত্ করেন আইরিশ বোলাররা। জেতার জন্য ১২ বলে ১৬ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু হাতে উইকেট থাকলেও ১১ রান করতে পারে ক্যারিবিয়ানরা। ৭ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৪ রানে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।
আরও পড়ুন - আইসিসি-র 'স্পিরিট অফ ক্রিকেট' কোহলিকে, বিরাটের প্রশংসায় মহম্মদ আমির