IPL 2023: হারের হ্যাটট্রিকে ধুঁকতে থাকা দলের বিরাট ধাক্কা! ছিটকে গেলেন ৮.২৫ কোটির নক্ষত্র ক্রিকেটার

Washington Sundar Ruled Out Of IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদ বিরাট ধাক্কা খেল। এমনিই হারতে হারতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এর মধ্যেই আবার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন চেন্নাইয়ের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।   

Updated By: Apr 27, 2023, 01:18 PM IST
IPL 2023: হারের হ্যাটট্রিকে ধুঁকতে থাকা দলের বিরাট ধাক্কা! ছিটকে গেলেন ৮.২৫ কোটির নক্ষত্র ক্রিকেটার
ওয়াশিহীন আইপিএল! বিরাট ধাক্কা খেল এসআরএইচ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ছেড়ে দেওয়ার পর, সানরাইজার্স হায়দরবাদ (Sunrisers Hyderabad)  নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার এডেন মারক্রমকে (Aiden Markram)। দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি জেতানো নেতা চলতি মরসুমে খুব একটা সুবিধা করতে পারেননি। তাঁর 'অরেঞ্জ আর্মি' সাত ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচই জিতেছে। হেরেছে পাঁচ ম্যাচ। ১০ দলীয় লিগ টেবলে এসআরএইচ (SRH) এখন নয় নম্বরে। হারের হ্যাটট্রিকে ধুঁকছে দল। এর মধ্যেই বিরাট ধাক্কা খেলেন মারক্রমরা! হ্যামস্ট্রিং চোটের জন্য এবার বাকি আইপিএল থেকে ছিটকেই গেলেন দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। এসআরএইচ ট্যুইট করে এই বার্তা দিয়ে ওয়াশিংটনের দ্রুত আরোগ্য কামনা করেছে। যদিও ওয়াশিংটনের কোনও বিকল্প এখনও খুঁজে নেয়নি ওয়াশিংটন।

২৩ বছরের চেন্নাইয়ের ক্রিকেটার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। যদিও চলতি লিগে তাঁকে চেনা ছন্দে পাওয়া যায়নি। ১৫-র গড়ে করেছেন মাত্র ৬০ রান। সাত ম্যাচে রয়েছে তাঁর তিন উইকেট। গড় ৪৮.৬৬। ওয়াশিংটনের ইকোনমি ছিল ৮.২৬। গতবছর আইপিএল নিলামে ওয়াশিংটনকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। যদিও ওয়াশিংটন গত আইপিএলেও খেলার মাঝপথে চোট পয়েছিলেন। চোট-আঘাত ওয়াশিংটনের কেরিয়ারের অঙ্গ। সানরাইজার্স পরের ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তবে ওয়াশিংটনের না থাকা বড় ধাক্কা সানরাইজার্সদের।

২০১৫-২২। নিছকই কম সময় নয়। সানরাইজার্সের সঙ্গে জুড়ে ছিলেন কেন। জিতেছেন আইপিএল ট্রফি। হয়েছেন দু'বার অধিনায়কও। গতবছরও নেতৃত্বের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। উইলিয়ামসন কমলা জার্সিতে ৭৬ ম্যাচ খেলে ২১০১ রান করেছেন। তবে আইপিএল ফিফটিনে তাঁর ফর্ম এসেছিল স্ক্যানারের তলায়। ১৩ ম্যাচে মাত্র ২১৬ রান করেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৩। ২০২১ মরসুমে আইপিএলের দ্বিতীয় পর্বে অধিনায়কত্বে বদল ঘটে সানরাইজার্সে। ওয়ার্নারের হাত থেকে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছিল কেনের হাতে। তবে গতবছর আইপিএলের আগে কেনকে ১৪ কোটি টাকায় ধরে রাখে নিজামের শহরের ফ্র্য়াঞ্চাইজি। কেনের নেতৃত্বে কমলা বাহিনী ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচ জিতেছিল। হেরেছিল ৭ ম্যাচ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.