Sourav Ganguly | IPL 2023: এই তিনের কোনও বিকল্প নেই! আইপিএলে তাঁরা কারা? তালিকা দিলেন সৌরভ

Sourav Ganguly names three irreplacable cricketers in IPL 2023: সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন যে, আইপিএলের কোন কোন ফ্র্যাঞ্চাইজি কাদের সার্ভিস মিস করছে। সৌরভ তালিকা দিয়ে জানিয়ে দিলেন যে, কোন ক্রিকেটারদের কোনও বিকল্প হয় না। সৌরভের মতে তাঁরাই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে সেরা।

Updated By: Apr 4, 2023, 03:36 PM IST
Sourav Ganguly | IPL 2023: এই তিনের কোনও বিকল্প নেই! আইপিএলে তাঁরা কারা? তালিকা দিলেন সৌরভ

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট (Delhi Capitals Director of Cricket) সৌরভ গঙ্গোপাধ্যায় ফের একবার ডাগআউটে। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ক্রিকেটেই বাঁচেন। সৌরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ারের ( Shreyas Iyer) মতো ক্রিকেটারদের কোনও বিকল্পই নেই। চলতি আইপিএলে (Indian Premier League, IPL 2023) কলকাতা (Kolkata Knight Riders, KKR), দিল্লি (Delhi Capitals, DC) ও মুম্বই (Mumbai Indians, MI) পন্থ-বুমরা-শ্রেয়সদের সার্ভিস মিস করছে বলেই মত 'মহারাজ'।

সৌরভ বলছেন, 'আমাদের দল নিশ্চিত ভাবেই ঋষভের সার্ভিস মিস করছে, তবে ওর অনুপস্থিতিতে বাকিদের কাছে সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার। বুমরা-ঋষভ ও শ্রেয়সদের কোনও বিকল্প হয় না। সব দল মিলিয়েই বলছি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ওরা সেরা। এমএস ধোনি খেলা ছাড়ার পর ঋষভ নিজেকে প্রমাণ করেছে। এভাবেই প্লেয়ার তৈরি হয়। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াড় ও শুভমান গিলরাও দারুণ খেলছে। সবটাই সুযোগ। এটা ঠিক যে আমরা ঋষভকে মিস করছি, তাও বলব যে, ঋষভের দ্রুত সেরে ওঠা অনেক বেশি গুরুত্বপূর্ণ। '

আরও পড়ুনহার্দিকদের বিরুদ্ধে সম্ভবত মাঠে ফিরতে পারেন ঋষভ, কিন্তু সৌরভ-পন্টিংয়ের দিল্লির উপর কেন ক্ষুব্ধ বিসিস...

দিন দুয়েক আগের ঘটনা। দিল্লি ক্যাপিটালস আইপিএল সিক্সটিনের প্রথম ম্যাচেই হেরে যায় লখনউ সুপার জায়েন্টসের কাছে। কেএল রাহুলের এলএসজি ৫০ রানে ডেভিড ওয়ার্নারের টিমকে হারিয়ে দিয়েছে দিল্লি ম্যাচ হেরেও হৃদয় জিতে নিয়েছিল। চলতি আইপিএলে দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ খেলছেন না। ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি। এখন ধীরে ধীরে সেরে উঠছেন। তবে ঋষভের ফ্র্যাঞ্চাইজি বুঝিয়ে দিয়েছে যে, তারা ঋষভকে নিয়েই চলবেন। দিল্লি-লখনউ ম্যাচে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী ছিল অসাধারণ এক দৃশ্যের। দিল্লি তাদের ডাগআউটের ছাউনিতে ঝুলিয়ে রেখেছিল ঋষভের নামাঙ্কিত জার্সি। তবে এবার আর জার্সি নয়, ঋষভ সশরীরে থাকবেন মাঠে। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি খেলবে গুজরাতের বিরুদ্ধে। আর এই ম্যাচেই ঋষভের মাঠে থাকার কথা বলে জানা যাচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.