IPL 2023: আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচ! বেঙ্গালুরুকে হারাল লখনউ

লখনউয়ের টপ অর্ডার ধাক্কা খেলেও মিডল অর্ডারে দুই তারকা স্টয়নিস এবং নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়েই ঘুরে দাঁড়ায় গৌতম গম্ভীরের দল।

Updated By: Apr 10, 2023, 11:58 PM IST
IPL 2023: আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচ! বেঙ্গালুরুকে হারাল লখনউ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই! রুদ্ধশ্বাস ম্য়াচে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টসই। হার মানল বিরাট কোহলির বেঙ্গালুরু।

অধিনায়কত্বের গুরু দায়িত্ব নেই কাঁধে। আইপিএলে ফের চেনা ছন্দে বিরাট কোহলি। ছন্দে ছিলেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ওপেন করতে নেমে শতরান করলেন দু'জনেই। প্রথম ব্যাট করে বেঙ্গালুরু সংগ্রহ ছিল ২ উইকেটে ২১২ রান।  টস জিতেও বিশেষ সুবিধা করতে পারেনি লখনউ। কিন্তু তাও ম্যাচ ঘুরে গেল!

 

কীভাবে? লখনউয়ের টপ অর্ডার ধাক্কা খেলেও মিডল অর্ডারে দুই তারকা স্টয়নিস এবং নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়েই ঘুরে দাঁড়ায় গৌতম গম্ভীরের দল। পুরানের দুই ওভারেই খেলা ঘুরে যায় লখনউয়ের দিকে।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.