WATCH | LSG vs CSK: বৃষ্টির দাপটে ম্যাচ পণ্ড! অন্য ভূমিকায় চমকে জন্টির, ধোনি পেলেন বিরাট ব্যাট!

LSG vs CSK Match called off due to rain, Lucknow, Chennai share a point each:  বৃষ্টি এমনই দাপুটে ব্যাটিং করল যে, প্রথম ইনিংস তো পুরো শেষ করাই গেল না, পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও কোনও বল গড়াল না। লখনউ-চেন্নাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট।

Updated By: May 3, 2023, 07:58 PM IST
WATCH | LSG vs CSK: বৃষ্টির দাপটে ম্যাচ পণ্ড! অন্য ভূমিকায় চমকে জন্টির, ধোনি পেলেন বিরাট ব্যাট!
মন খারাপের ছবি। ছবি-আইপিএল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) বুধবার আইপিএলের (IPL 2023) ৪৫ নম্বর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। মুখোমুখি হয়েছে ঘরের টিম লখনউ সুপার জায়েন্টস ও চেন্নাই সুপার কিংস (Lucknow Super Giants vs Chennai Super Kings, LSG vs CSK)। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে লখনউ। তাঁরা ১৯.২ ওভার ব্যাট করতে পেরেছিল। ইনিংস শেষ হওয়ার চার বল আগেই নামে মুষলধারে বৃষ্টি। লখনউ ৭ উইকেট হারিয়ে তুলেছিল ১২৫ রান। সাতে ব্যাট করতে নেমে আয়ূষ বাদোনি ৩৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের হয়ে মঈন আলি, মহেশ থিকশানা ও মাথিশা পথিরানা নিয়েছিলেন দু'টি করে উইকেট। একবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর আর খেলা শুরু করা যায়নি লখনউয়ে।

নিয়ম অনুযায়ী সর্বনিম্ন পাঁচ ওভারে রান তাড়া করে, ম্যাচের নিস্পত্তি করার জন্য শেষ সময় ছিল সন্ধে সাড়ে সাত। কিন্তু সে সময়েও বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠে নেমে ম্যাচ রেফারিরা সিদ্ধান্ত নেন যে, এই ম্য়াচ পরিত্যক্ত। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই টিমের মধ্যে। আর এদিন ম্য়াচে আলাদা করে নজর কাড়েন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও সর্বকালের সেরা ফিল্ডার জন্টি। তিনি যখন খেলতেন, তিনি ফিল্ডিংয়ে রাখতেন অসামান্য অবদান। মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংসে কাজ করা জন্টির বর্তমান টিম লখনউ। কেএল রাহুলদের ফিল্ডিং কোচ তিনি। এদিন বৃষ্টির সময়ে জন্টি ডাগআউট থেকে সোজা চলে আসেন মাঠে। মাঠ-কর্মীদের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করেন। অত্যন্ত আনন্দের সঙ্গেই পিচে কভার দেওয়ার কাজে সাহায্য করেন জন্টি। আইপিএল সেই ভিডিয়ো ট্যুইট করেছে। এদিন ম্যাচ শুরুর আগে, চেন্নাইয়ের অধিনায়ক এমএস ধোনিকে বিশেষ ব্যাট দিয়ে সম্মানিত করেন বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা। 

আরও পড়ুনWATCH | MS Dhoni: 'আপনিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন...', অবসর ইস্যুতে ধোনির ফের ব্লকবাস্টার বিবৃতি!

এদিন টসের সময় ফের একবার, ধোনি তাঁর আইপিএল অবসর ইস্যুতে ব্লকবাস্টার বিবৃতি দিয়েছেন। যা শুনে ফ্যানরা মাতলেন সেলিব্রেশনে। ধোনি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। জনপ্রিয় ধারাভাষ্য়কার ড্যানি মরিসন ধোনিকে বলেন, 'আপনার শেষ আইপিএল, অসাধারণ একটা ট্যুর চলছে, আপনি কেমন উপভোগ করছেন?' যাঁর উত্তরে ধোনি বলেন, 'ও আপনিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমার শেষ আইপিএল বলে।' এরপর ধোনি হেঁয়ালি মাখা হাসি দেন। মরিসন এই উত্তর শুনে, দর্শকদের উদ্দেশে বলেন যে, ধোনি পরেরবার কামব্যাক করছেন। ধোনির এই বক্তব্যের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ধোনি কখন কী বলেন, আর কী করেন, তা একমাত্র তিনিই জানেন। জীবনের যে কোনও বড় সিদ্ধান্তের আগে চমক রাখাটা ধোনির স্বভাবজাত। যে টেস্ট ক্যাপ্টেনসি ছাড়া হোক বা দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলা। খুব স্বাভাবিক ভাবেই ধোনি আইপিএল অবসরের সিদ্ধান্তেও চমক রাখবেন, তা বলাই যায়। 

অন্যদিকে এলএসজিঅধিনায়ক ও ভারতের তারকা ব্যাটার কেএল রাহুল এদিন ডাগআউটে। হ্যামস্ট্রিং চোটের জন্য বেশ কয়েক ম্যাচের জন্য তাঁর মাঠে নামা হবে না। রাহুলের সঙ্গেই আইপিএলকে কার্যত আলবিদা বলতে হচ্ছে পেসার জয়দেব উনাদকাটকেও। কাঁধের চোটই রঞ্জি জয়ী অধিনায়ককে ছিটকে দিয়েছে ক্রোড়পতি লিগ থেকে। রাহুলের পরিবর্তে আপাতত স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ক্রুনাল পাণ্ডিয়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.