IPL 2023: মেগা ফাইনালের পর ধোনি-হার্দিকদের ঝুলিতে কত অঙ্কের আসবে? জেনে নিন

গত ১৫ বছরে ভিউয়ারশিপের সঙ্গে বেড়েছে পুরস্কার অর্থের অঙ্ক। এবারও টাকার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। শুনলে চোখ কপালে উঠবে!২০০৮ সালে প্রথম মরসুমের আইপিএল-এ বিজয়ী দল পেয়েছিল ৪.৮০ কোটি টাকা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 27, 2023, 06:07 PM IST
IPL 2023: মেগা ফাইনালের পর ধোনি-হার্দিকদের ঝুলিতে কত অঙ্কের আসবে? জেনে নিন
মহেন্দ্র সিং ধোনি নাকি হার্দিক পান্ডিয়া? কে হাসবেন শেষ হাসি? ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮ মে আইপিএল-এর মেগা ফাইনাল (IPL Final 2023)। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একদিকে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল এই নিয়ে ১০ম বার ফাইনাল খেলতে নামবে। এরমধ্যে চারবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে 'ইয়েলো আর্মি'। অন্যদিকে গত বছর আবির্ভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ফাইনালের টিকিট পেয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাত। এবার দেখে নিন ফাইনালে জয়ী ও পরাজিত দল কত টাকা পাবেন। 

গত ১৫ বছরে ভিউয়ারশিপের সঙ্গে বেড়েছে পুরস্কার অর্থের অঙ্ক। এবারও টাকার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। শুনলে চোখ কপালে উঠবে!২০০৮ সালে প্রথম মরসুমের আইপিএল-এ বিজয়ী দল পেয়েছিল ৪.৮০ কোটি টাকা। রানার্স দলের হাতে ওঠে ২.৪০ কোটি। গত মরসুমে বেড়ে চ্যাম্পিয়ন দল গুজরাতের হাতে তুলে দেওয়া হয়েছিল ২০ কোটি। পাশাপাশি রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি টাকা। এবারও ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাত। স্বভাবতই এবার আরও বেড়েছে পুরস্কার অর্থ। শোনা যাচ্ছে, এবার দুই দলের জন্য মোট বরাদ্দ সাড়ে ৪৬ কোটি টাকা! তবে কোন দল কত পাবে, এখনও স্পষ্ট নয়। এছাড়া কমলা ও বেগুনি টুপি বিজয়ীরা পাবেন ১৫ লক্ষ টাকা করে। এমার্জিং প্লেয়ারের হাতে উঠবে ২০ লক্ষ। সবচেয়ে মূল্যবান তারকা পাবেন ১২ লক্ষ টাকা।

আরও পড়ুন: Virushka: সবার সামনে বিরাটকে স্লেজিং করলেন স্ত্রী অনুষ্কা! পালটা দিলেন 'কিং কোহলি', ভিডিয়ো হল ভাইরাল

আরও পড়ুন: Shubman Gill And Virat Kohli, IPL 2023: শুভমনের শতরান দেখে বিস্ফোরক মন্তব্য করলেন বিরাট, কী লিখলেন বীরু-যুবরাজ?

এবার ১৬ ম্যাচে ৮৫১ রান করে শীর্ষে রয়েছেন শুভমন গিল। তিনিই কমলা টুপির দাবিদার। অন্যদিকে গুজরাতের আর এক তারকা মহম্মদ শামি গত কয়েকটি ম্যাচের মতো পারফর্ম করলে তাঁর হাতেই উঠবে সেরার পুরস্কার। এই মুহূর্তে ১৬ ম্যাচে সর্বাধিক ২৮টি উইকেট নিয়েছেন 'সহেসপুর এক্সপ্রেস'। ফাইনালের শেষে তাঁর হাতে সেরা বোলারের পুরস্কার ওঠে কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.