ক্রিস মরিসের দাম উঠল ৭ কোটি টাকা!

দল পেলেন না এখনও মনোজ তিওয়ারি! যদিও ইরফান পাঠান ১ কোটি টাকায় গেলেন পুনেতেই। রাহুল শর্মা, প্রজ্ঞান ওঝা থেকে স্যামুয়েল বদ্রী দল পেলেন না কোনও স্পিনারই! শুধু তাই নয়, ন্যাথান লিঁয়, অজন্থা মেন্ডিস, মাইকেল বিয়াররাও দল পেলেন না! শুধু স্পিনাররাই বা কেন। অসি পেসার জেমস প্যাটিনসনও অবিক্রিত থাকলেন। দল পাননি সানরাইজার্স তথা ওয়েস্ট ইন্ডিজের ডারেন সামিও!

Updated By: Feb 6, 2016, 12:20 PM IST
 ক্রিস মরিসের দাম উঠল ৭ কোটি টাকা!

ওয়েব ডেস্ক: দল পেলেন না এখনও মনোজ তিওয়ারি! যদিও ইরফান পাঠান ১ কোটি টাকায় গেলেন পুনেতেই। রাহুল শর্মা, প্রজ্ঞান ওঝা থেকে স্যামুয়েল বদ্রী দল পেলেন না কোনও স্পিনারই! শুধু তাই নয়, ন্যাথান লিঁয়, অজন্থা মেন্ডিস, মাইকেল বিয়াররাও দল পেলেন না! শুধু স্পিনাররাই বা কেন। অসি পেসার জেমস প্যাটিনসনও অবিক্রিত থাকলেন। দল পাননি সানরাইজার্স তথা ওয়েস্ট ইন্ডিজের ডারেন সামিও!

যদিও ধবল কুলকার্নি গেলেন গুজরাট লায়ন্সে। তাঁকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিল গুজরাট। মিচেল মার্শ ৪.৮ কোটি টাকায় গেলেন পুনেতে। ক্রিস মরিসকে ৭ কোটি টাকা দিয়ে কিনল দিল্লি ডেয়ার ডেভিলস। গুজরাটেই গেলেন দীনেশ কার্তিক। তাঁর দাম উফঠল ২ কোটি ৩০ লক্ষ টাকা। সঞ্জু স্যামসন গেলেন দিল্লি ডেয়ারডেভিলসে। তাঁর দাম উঠল ৪.২ কোটি টাকা!

.