IPL 2024 Auction: দুবাইয়ে দরদাম, কার হাতে এখন কত টাকা? রইল ঐতিহাসিক নিলামের সব আপডেট
IPL 2024 mini auction to be held in Dubai on December 19: আগামী ১৯ ডিসেম্বর আইপিএল মিনি নিলাম দুবাইয়ে। বিসিসিআই সমাজমাধ্য়মে জানিয়ে দিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্ভাবনাই সত্য়ি হল। আগামী ১৯ ডিসেম্বর আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction) অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) রবিবার সমাজমাধ্যমে জানিয়ে দিল। এই প্রথম নিলামের আসর বসছে ভারতের বাইরে। যে কারণে এই ইভেন্ট ঐতিহাসিক। এখনও পর্যন্ত আইপিএলের সূচি জানা যায়নি। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই তা জানা যাবে। ভোট উৎসবে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারতে আইপিএল আয়োজন করা কার্যত কঠিন। খুব সম্ভবত এবার আইপিএল ফের পাড়ি দিতে পারে বিদেশে। এমনটাই রিপোর্ট।
আরও পড়ুন: India Vs Australia: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সর্বকালীন এই রেকর্ড এখন ভারতের!
গতবছর মেগা নিলামের আগে মিনি নিলাম হয়েছিল। নিলাম যুদ্ধে অংশ নেওয়ার জন্য় মোট ১১৬৬ জন খেলোয়াড়কে তালিকুভুক্ত করা হয়েছিল। চলতি বছর ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। যার মধ্যে বিদেশির সংখ্যা ৩০। ১০ ফ্র্যাঞ্চাইজি মিলিত ভাবে ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে খেলোয়াড় কেনাবেচার জন্য়। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার তিন তারকা নিলামে অংশ নিচ্ছেন। তাঁরা-ট্র্যাভিস হেড, প্য়াট কামিন্স ও মিচেল স্টার্ক। এই তিনেরই বেস প্রাইজ ২ কোটি টাকা। বলাই বাহুল্য বেস প্রাইজের অনেক বেশি দামই পাবেন তাঁরা। সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে নিউ জিল্য়ান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে নিয়ে দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে ধুন্ধুমার বাঁধবে তা এখনই বলা যায়। বিশ্বকাপে তিনি ৫৪৩ রান করে পাঁচ উইকেট নিয়েছিলেন ১০ ম্য়াচে।
গত ২৬ নভেম্বর ছিল আইপিএল দলগুলির কাছে ছিল রিটেনশনের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। মানে ওই তারিখই দলগুলি জানিয়ে দিয়েছিল যে, তারা কাদের ধরে রাখল, কাদের ছেড়ে দিল। তবে ট্রেড উইন্ডো এখনও খোলা। ১২ ডিসেম্বর পর্যন্ত নগদ অর্থে এক দল থেকে অন্য় দলে খেলোয়াড় কেনাবেচা করা যাবে। এই উইন্ডোতেই মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে নিজেদের দলে নিয়েছে। আইপিএল ইতিহাসে এই প্রথম কোনও অধিনায়ককে ট্রেড করা হয়েছে।
দেখে নেওয়া যাক কোন দলের কাছে কত টাকা আছে। পোশাকি ভাষায় যা 'রিমেইনিং পার্স'
চেন্নাই সুপার কিংসের আছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা, ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি
দিল্লি ক্য়াপিটালসের আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা, ৯ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৪ বিদেশি
গুজরাত টাইটান্সের আছে ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা, ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ২ বিদেশি
কলকাতা নাইট রাইডার্সের আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা, ১২ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ২ বিদেশি
লখনউ সুপার জায়েন্টসের আছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা, ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ২ বিদেশি
মুম্বই ইন্ডিয়ান্সের আছে ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা, ৮ জন খেলায়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ৪ বিদেশি
পঞ্জাব কিংসের আছে ২৯ কোটি ১০ লক্ষ টাকা, ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ২ বিদেশি
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের আছে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা, ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি
রাজস্থান রয়্য়ালসের আছে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা, ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি
সানরাইজার্স হায়দরবাদের আছে ৩৪ কোটি টাকা, ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি
আরও পড়ুন: Sourav Ganguly: 'রো-কো' জুটির ভবিষ্যৎ কোন পথে? কলকাতায় মহারাজের মেগা আপডেট, সব রহস্যের সমাধান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)