Kane Williamson | SunRisers Hyderabad: 'অবাক হইনি'! নিজামের শহর আজ অতীত, আবেগি অরেঞ্জ আর্মির অধিপতি

Kane Williamson: কেন উইলিয়ামসনকে আর ধরে রাখল না সানরাইজার্স হায়দরাবাদ। নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিয়েছে যে, কেন আর তাদের ভাবনায় নেই। কেনের সঙ্গে হায়দরাবাদের দীর্ঘ সাত বছরের সম্পর্ক শেষ।

Updated By: Nov 16, 2022, 01:50 PM IST
 Kane Williamson | SunRisers Hyderabad: 'অবাক হইনি'! নিজামের শহর আজ অতীত, আবেগি অরেঞ্জ আর্মির অধিপতি
বিদায়বেলায় আবেগি কেন!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০১৫-২২। নিছকই কম সময় নয়। সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) সঙ্গে জুড়ে ছিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। জিতেছেন ট্রফি। হয়েছেন দু'বার অধিনায়কও। চলতি বছরেও নেতৃত্বের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। বিশ্ববন্দিত ব্যাটার ও নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের জীবনে নিজামের শহর আজ অতীত। সানরাইজার্স  তাঁকে কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিল যে, আসন্ন আইপিএলে (IPL 2023) 'অরেঞ্জ আর্মি' আর তাঁকে দলে রাখতে চায় না। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম (IPL 2023 mini auction)। গতকাল ছিল ' রিটেইনশন লিস্ট' (IPL 2023 Retention) জমা দেওয়ার শেষ দিন। আইপিএলের ১০ ফ্র্য়াঞ্চাইজি বিসিসিআই-কে জানিয়ে দিয়েছে যে, তাঁরা কোন খেলোয়াড়কে ধরে রাখছে আর কাদের ছেড়ে দিচ্ছে। হায়দরাবাদ রাখেনি কেনকে! 

বিদায়লগ্নে আবেগি কেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ফ্র্যাঞ্চাইজি থেকে সতীর্থ হয়ে স্টাফদের বলতে চাই, তাঁরা অসাধারণ। অনেক ধন্যবাদ। তাঁদের জন্যই এই আট বছর এরকম উপভোগ করেছি। এই দল এবং এই শহর আজীবন আমার কাছে ভীষণ স্পেশ্যাল হয়েই থাকবে।' এক সাক্ষাৎকারে কেন বলেন, 'রিটেইনশন লিস্ট দেখে আমি অবাক হইনি। এভাবেই দল এগিয়ে যায়। সত্যিই ভীষণ উপভোগ করেছি এখানে। প্রচুর স্মৃতি আছে। প্রচুর ক্রিকেট প্রতিযোগিতা চলছে সারা বিশ্বে। আইপিএল নিশ্চিত ভাবে অসাধারণ একটা প্রতিযোগিতা। প্লেয়াররা সবসময় বিভিন্ন দলে খেলার সুযোগ পায়। প্রচুর বিকল্প রয়েছে। আমি সব ফরম্যাটে খেলতে ভালোবাসি।'

আরও পড়ুন: IPL 2023 Retention: ধরা-ছাড়ার তালিকা জানিয়ে দিল ১০ ফ্র্যাঞ্চাইজি! কার হাতে রইল আর কত টাকা?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kane Williamson (@kane_s_w)

উইলিয়ামসন কমলা জার্সিতে ৭৬ ম্যাচ খেলে ২১০১ রান করেছেন। তবে আইপিএল ফিফটিনে তাঁর ফর্ম এসেছে স্ক্যানারের তলায়। ১৩ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৩। গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে অধিনায়কত্বে বদল ঘটে হায়দরাবাদের। ওয়ার্নারের হাত থেকে ক্যাপ্টেনসির ব্যাটন ওঠে কেনের হাতে। তবে চলতি বছর আইপিএলের আগে কেনকে ১৪ কোটি টাকায় ধরে রাখে নিজামের শহরের ফ্র্য়াঞ্চাইজি। উইলিয়ামসনের নেতৃত্বে কমলা বাহিনী ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচ জিতেছে। হেরেছিল ৭ ম্যাচ। যদিও কেন দ্বিতীয়বার বাবা হওয়ার স্বাদ পাওয়ার জন্য, আইপিএলের মাঝপথেই ফিরে গিয়েছিলেন দেশে।

সানরাইজার্স হায়দরাবাদ
থাকছেন যাঁরা: রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, আইদেন মারক্রম, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন, কার্তিক ত্যাগী ও ফজলহক ফারুকি
গেলেন যাঁরা: কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সুচিথ, প্রিয়ম গর্গ, রবিকুমার সম্রাট, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিন অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র ও বিষ্ণু বিনোদ
হাতে রইল: ৪২. ২৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৪

 

\

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)

.