IPL 2023 Auction | KKR: শাহরুখের কলকাতার বাজেট সব চেয়ে কম! কার হাতে এখন কত টাকা আছে?

IPL 2023 Auction: চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স তৈরি। এবার কোচিতে দল গুছিয়ে নেওয়ার জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৭৪.৩ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। 

Updated By: Dec 22, 2022, 02:50 PM IST
IPL 2023 Auction | KKR: শাহরুখের কলকাতার বাজেট সব চেয়ে কম! কার হাতে এখন কত টাকা আছে?
এবার লড়াই নিলামে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের (IPL 2023 Auction) জন্য কোচি প্রস্তুত। আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার রয়েছে অ্যাসোসিয়েট দেশেরও। ১১৯ ক্রিকেটার ক্যাপড, ২৯৬ জন আনক্যাপড (যাঁরা দেশের হয়ে কখনও খেলেননি)। এবার দল গুছিয়ে নিতে প্রস্তুত ১০ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), পঞ্জাব কিংস (Punjab Kings), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৭৪.৩ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। হায়দরাবাদের হাতে রয়েছে সব চেয়ে বেশি অর্থ। ৪২. ২৫ কোটি টাকা আছে তাদের পার্সে। সব চেয়ে কম বাজেট রয়েছে কলকাতার। ৭.০৫ কোটি টাকা খরচ করতে পারবে কেকেআর। দেখে নিন কার হাতে এখন কত টাকা আছে-

 
১) দিল্লি ক্যাপটিলাস
থাকছেন যাঁরা: ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রোভম্য়ান পাওয়েল, সরফরাজ খান, যশ ধূল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিক নোকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি, খালিল আহমেদ, লুঙ্গি নিদি, মুস্তাফিজুর রহমান, অমন খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে ও ভিকি ওস্টওয়াল।
গেলেন যাঁরা: শার্দূল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেবার, শ্রীকর ভারত ও মনদীপ সিং 
হাতে রইল: ১৯.৪৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ২ 

আরও পড়ুন: IPL 2023 Auction: কোচিতে 'ফ্রাইডে ব্লকবাস্টার'! জানুন নিলাম যুদ্ধের সব হালহকিকত

২) রাজস্থান রয়্যালস
থাকলেন যাঁরা: সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেজ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও কেসি কারিয়াপ্পা।
গেলেন যাঁরা: অনুনয় সিং, করবিন বস্চ, ড্যারেল মিচেল, জেমস নিশাম, করুণ নায়ার, ন্যাথান কুল্টার-নাইল, রাসি ভ্যান ডার ডুসেন, শুভমান গরহওয়াল ও তেজস বরোকা।
হাতে রইল: ১৩.২ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৪

৩) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
থাকছেন যাঁরা: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), সুয়াশ প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্য়ালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, কর্ণ শর্মা, মহীপাল লোমরর, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কাউল ও আকাশ দীপ।
গেলেন যাঁরা: জেসন বেহরনডর্ফ, অনিশ্বর গৌতম, চামা মিলিন্দ, লুভনিত সিসোদিয়া ও শেরফানে রাদারফোর্ড।
হাতে রইল: ৮.৭৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ২

আরও পড়ুন: Watch | IPL 2023 Auction: ধুন্ধুমার নিলাম যুদ্ধে নজরে বিদেশি ব্রিগেড! আগুনে বাজারদরে কোচি কাঁপাবেন এই পাঁচ

৪) লখনউ সুপার জায়েন্ট
থাকছেন যাঁরা: কেএল রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন বোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, কৃষ্ণাপ্পা গোথাম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পাণ্ডিয়া, আবেশ খান, মহশিন খান, মার্ক উড, ময়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোই
গেলেন যাঁরা: অ্যান্ড্রিউ টাই, অঙ্কিত রাজপুত, দুষ্মন্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মণীশ পাণ্ডে ও শাহবাজ নাদিম
হাতে রইল: ২৩.৩৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৪

৫) গুজরাত টাইটান্স
থাকছেন যাঁরা: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়াক), শুভমান গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, অভিনব মনোহর, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, বিজয় শঙ্কর, আর সাই কিশোর, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, নুর আহমেদ, দর্শন নলকাণ্ডে ও প্রদীপ সংওয়ান
গেলেন যাঁরা: রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডোমিনিক ড্রেকস, গুরকিরত সিং, জেসন রয় ও বরুণ অ্যারন
হাতে রইল: ১৯.২৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৩ 

৬) কলকাতা নাইট রাইডার্স
থাকছেন যাঁরা: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নীতীশ রানা, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার, শার্দূল ঠাকুর, টিম সাউদি, লকি ফার্গুসন, উমেশ যাদব, সিভি বরুণ ও হর্ষিত রানা,
গেলেন যাঁরা: প্যাট কামিন্স, স্যাম বিলিংস, অমন খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিত তোমার, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিত, প্রথম সিং, রমেশ কুমার ও রশিক সালাম ও শেলডন জ্যাকসন
হাতে রইল: ৭.০৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৩ 

৭) পঞ্জাব কিংস
থাকছেন যাঁরা: শিখর ধাওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জীতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইডে, অর্শদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও হরপ্রীত ব্রার
গেলেন যাঁরা: ময়াঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, বৈভব অরোরা, বেনি হোয়েল, ঈশান পোড়েল, অনশ প্যাটেল, প্রতীক মাঁকড়, সন্দীপ শর্মা ও ঋত্বিক চট্টোপাধ্যায়
হাতে রইল: ৩২.০২ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৩ 

৮) চেন্নাই সুপার কিংস
থাকছেন যাঁরা: এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, এস সেনাপতি, মঈন আলি, মিচেল স্যান্টনার, ডোয়েন প্রিটোরিয়াস, শিবম দুবে, আর হঙ্গারেকর, দীপক চাহার, মুকেশ চৌধুরি, মহেশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সিমরজিত সিং, মহেশ পথিরানা ও প্রশান্ত সোলাঙ্কি।
গেলেন যাঁরা: ডোয়েন ব্র্যাভো, রবিন উথাপ্পা, অ্যাডাম মিলনে, হরি নিশান্থ, ক্রিস জর্ডন, ভগত বর্মা, কেএম আসিফ ও নারায়ণ জগদিসন।
হাতে রইল: ২০.৪৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ২

৯) সানরাইজার্স হায়দরাবাদ
থাকছেন যাঁরা: রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, আইদেন মারক্রম, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন, কার্তিক ত্যাগী ও ফজলহক ফারুকি
গেলেন যাঁরা: কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সুচিথ, প্রিয়ম গর্গ, রবিকুমার সম্রাট, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিন অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র ও বিষ্ণু বিনোদ
হাতে রইল: ৪২. ২৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৪

১০) মুম্বই ইন্ডিয়ান্স
থাকছেন যাঁরা: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড বর্মা, তিলক বর্মা, ট্রিস্টান স্টাবস, রমনদীপ সিং, টিম ডেভিড, জসপ্রীত বুমরা, জোফ্রা আর্চার, হৃতিক শকিন, কুমার কার্তিকেয়া সিং, জেসন বেহরেনডর্ফ, অর্জুন তেন্ডুলকর, আরশাদ খান ও আকাশ মধওয়াল
গেলেন যাঁরা: কায়রন পোলার্ড, অনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়েল, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, ময়ঙ্ক মরকণ্ড, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রিলে মেরেডিথ, সঞ্জয় যাদব ও টাইমাল মিলস 
হাতে রইল: ২০. ৫৫ কোটি টাকা
বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে: ৩ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.