IPL 2022: কোন মন্ত্রে জ্বলে উঠলেন 'বুড়ো ঘোড়া' Umesh Yadav? জানালেন Shreyas Iyer

দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে উমেশ যাদবকে সুযোগ দেওয়া হয় না। ২০১৮ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে শেষ টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছিল। 

Updated By: Apr 2, 2022, 03:22 PM IST
IPL 2022: কোন মন্ত্রে জ্বলে উঠলেন 'বুড়ো ঘোড়া' Umesh Yadav? জানালেন Shreyas Iyer
৩৪ বছরের আগুন ঝরাচ্ছেন উমেশ। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: এ ভাবেই ফিরে আসা যায়। মেগা নিলামে প্রথমবারের বিডে কোনও দল তাঁর জন্য দর হাঁকেনি। অবিক্রীত থেকে গিয়েছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। দ্বিতীয়বার নিলামে উঠলে তাঁকে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই উমেশই চলতি আইপিএল-এ (IPL 2022) এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনী টুপির মালিক। আগুনে পেসের সাহায্যে প্রতি ম্যাচেই ৩৪ বছরের 'বিদর্ভ এক্সপ্রেস' বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কতখানি সাবলীল। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ফের একবার ম্যাচের সেরা হলেন টিম ইন্ডিয়ার (Team India) এই জোরে বোলার। 

কিন্তু কীভাবে এই 'বুড়ো ঘোড়া'কে মোটিভেট করা হল? ম্যাচের শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বলেন, "‘উমেশ আমায় বলেছিল যে ও নাকি বুড়ো হয়ে যাচ্ছে। জবাবে আমি ওকে বলি ও দিন দিন আরও ফিট হচ্ছে। আমি যখনই জিমে যাই, ওকে সেখানে কঠোর পরিশ্রম করতে দেখি। জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।" 

দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে সুযোগ দেওয়া হয় না। ২০১৮ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তাঁকে শেষ টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছিল। তরুণদের জন্য তিনি আর ডাক পান না। এমনকি আইপিএল-এর গত মরসুমে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) সুযোগ পেলেও প্রথম একাদশে দেখা যায়নি তাঁকে। কে জানত, সেই উমেশই নাইট জার্সি গায়ে চাপিয়ে এমন বিধ্বংসী রূপ ধারণ করবেন! চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ২০ রানে ২ উইকেট নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে নিয়েছিলেন ১৬ রানে ২ উইকেট। এ বার পঞ্জাবের ব্যাটিংকে একাই শেষ করে দিলেন। 

তাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নাইট সেনাপতি। মাঝে এখন কয়েক দিনের বিরতি। এরপর ৬ এপ্রিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে কেকেআর। 

আরও পড়ুন: IPL 2022, KKRvsPBKS : কোন কারণে Punjab Kings-কে উড়িয়ে দিল KKR? ছবিতে দেখে নিন

আরও পড়ুন: IPL 2022, KKRvsPBKS: 'ভয়ঙ্কর' Andre Russel, 'আগুনে' Umesh-এ মুগ্ধ Shah Rukh Khan

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.