IPL 2022, Kuldeep Yadav: দুরন্ত কামব্যাক, ম্যাচের সেরা হয়ে কী বললেন এই চায়নাম্যান? জানতে পড়ুন
৪১ রানে অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে মুম্বইয়ের টপ অর্ডারে ধাক্কা দেন কুলদীপ যাদব। তুলে নেন অনমোলপ্রীতের উইকেটও। এমনকি ভয়ঙ্কর কায়রন পোলার্ডকেও বড় রানের ইনিংস খেলতে দেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন: একেই বলে আক্ষরিক অর্থে কামব্যাক। চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দলে ফিরেছিলেন। কিন্ত খুব একটা সুযোগ পাননি। তবে চলতি আইপিএল-এ (IPL 2022) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেই জাত চেনালেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শক্তিশালী ব্যাটিংকে একাই বুঝে নিলেন এই চায়নাম্যান স্পিনার। নিলেন ১৮ রানে ৩ উইকেট। স্বভাবতই ম্যাচের সেরা হলেন তিনি।
৪১ রানে অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) আউট করে মুম্বইয়ের টপ অর্ডারে ধাক্কা দেন কুলদীপ যাদব। তুলে নেন অনমোলপ্রীতের উইকেটও। এমনকি ভয়ঙ্কর কায়রন পোলার্ডকেও বড় রানের ইনিংস খেলতে দেননি তিনি।
Delhi Capitals (@DelhiCapitals) March 27, 2022
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার জন্য হতাশা এসেছে। তবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেননি। সেটা ম্যাচের শেষে কুলদীপের বক্তব্যেই বোঝা গেল। মুম্বইয়ের ব্যাটিংকে শেষ করে কুলদীপ বলেন, "দলের জন্য অবদান রাখতে পেরে ভাল অনুভূতি হচ্ছে। ভাল লাইন লেন্থ বজায় রেখে বল করার জন্যই সাফল্য পেলাম। অবশ্য ফর্ম ফিরে পেতে আমাদের কোচ রিকি পন্টিং অনেক সাহায্য করেছেন।"
To have faith and to trust all your players is the hallmark of a good captain and leader - showing that faith in @LalitYadav03 first at the auction and then today is why we won the opening match - great start by @DelhiCapitals but it’s just that - a long season ahead - Roar Macha
— Parth Jindal (@ParthJindal11) March 27, 2022
রোহিতের মুম্বইকে হারালেও বিপক্ষ অধিনায়কের প্রতি কৃতজ্ঞ। কারণটাও জানালেন কুলদীপ। তিনি ফের যোগ করেন, "রোহিত ভাই এখন মুম্বইয়ের অধিনায়ক হলেও, ও তো টিম ইন্ডিয়ার অধিনায়ক। ওর আমলে জাতীয় দলে কামব্যাক করেছিলাম। সেটা ভুলে গেলে চলবে না। রোহিত ভাই আমাকে পুরনো লাইন লেন্থ বজায় রেখে বজায় রেখে বোলিং করার পরামর্শ দিয়েছিল। তাই ওর প্রতি আমি কৃতজ্ঞ।"
প্রথম ম্যাচ জেতা হয়ে গিয়েছে। এ বার সামনে নতুন দল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আগামী ২ এপ্রিল হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে ফের মাঠে নামবে ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি।