IPL 2022, KKRvsCSK: কেমন হতে পারে Chennai Super Kings প্রথম একাদশ, দলের শক্তি ও দুর্বলতা কী? জানতে পড়ুন

এই দলের তিন তারকা প্রতিযোগিতার সেরা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সম্প্রতি দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তাঁরা। প্রথম জন জাদেজা, দ্বিতীয় জন ঋতুরাজ গায়কোয়াড় এবং তৃতীয় তারকা মঈন আলি।   

Updated By: Mar 25, 2022, 08:47 PM IST
IPL 2022, KKRvsCSK: কেমন হতে পারে Chennai Super Kings প্রথম একাদশ, দলের শক্তি ও দুর্বলতা কী? জানতে পড়ুন
নাইটদের বিরুদ্ধে নামার আগে খোশমেজাজে নতুন নেতা রবীন্দ্র জাদেজা। ছবি: সিএসকে

নিজস্ব প্রতিবেদন: তারা চারবারের আইপিএল চ্যাম্পিয়ন। গতবারও দলকে ট্রফি জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাই এবারও চেন্নাই সুপার কিংসের থেকে প্রত্যাশার অন্ত নেই সমর্থকদের। সবাই যখন 'ক্যাপ্টেন কুল' কে ফের একবার টস করতে দেখতে চাইছিলেন ঠিক তখনই চমক। সিএসকে-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সবার প্রিয় 'থালা'। ফলে ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নতুন অভিযান শুরু করবেন রবীন্দ্র জাদেজা। 

মাঠে বল পড়ার আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ। দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক দলকে।

দলের শক্তি:
এ বার ‘ড্যাডিস আর্মি’র সবচেয়ে বড় শক্তি এর ব্যাটিং লাইন আপ। গত মরসুমের অরেঞ্জ ক্যাপের মালিক ঋতুরাজ গায়কোয়াড় করবেন ওপেন। রয়েছেন মঈন আলি, রবিন উথাপ্পা, অম্বতি রায়ডু, ধোনির মতো পোড়খাওয়া ব্যাটাররা। তাছাড়া অলরাউন্ডার জাদেজা রয়েছেন দুর্দান্ত ফর্মে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই অধিনায়ক বদল হয়েছে। এমন অবস্থায় দল কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার। 

দলের দুর্বলতা:
শার্দূল ঠাকুরের মতো তারকা না থাকায় গতবারের তুলনায় এবার চেন্নাইয়ের (CSK) বোলিং লাইন আপ তুলনামূলক দুর্বল। চোটের কবলে দীপক চাহারও। ফলে অনেকটা সময় তাঁকে পাওয়া যাবে না। ১৪ কোটি টাকা দিয়ে দলে নেওয়া বোলারের বিকল্প খুঁজে পাওয়া নিঃসন্দেহে কঠিন। সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। বিদেশিদের মধ্যে তেমন নজরকাড়া পেসার নেই।

MS Dhoni

নজর কাড়তে পারেন যাঁরা:
এই দলের তিন তারকা প্রতিযোগিতার সেরা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সম্প্রতি দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তাঁরা। প্রথম জন জাদেজা, দ্বিতীয় জন ঋতুরাজ গায়কোয়াড় এবং তৃতীয় তারকা মঈন আলি। তবে ইংল্যান্ডের অলরাউন্ডারকে শুরু থেকে পাওয়া যাবে না। এর পাশাপাশি শিবম দুবের দিকেও নজর থাকবে নির্বাচকদের। হাজার হোক এই পারফরম্যান্সের উপর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে।

সম্ভাব্য একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, দেভঁ কনওয়ে, অম্বতি রায়ডু, এমএস ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্রাভো, ক্রিস জর্ডন, অ্যাডাম মিলনে, রাজবর্ধন হাঙ্গারগেকর।

আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK : সম্ভবত তিন স্পিনার, ছবিতে দেখুন কেমন হতে পারে Kolkata Knight Riders-এর প্রথম একাদশ

আরও পড়ুন: IPL 2022: ফের একবার BCCI-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Ravi Shastri, কী বললেন? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.