IPL 2022: ম্যাচ জিতে KKR-কে কাঠগড়ায় দাঁড় করালেন Rishabh Pant! কিন্তু কেন?
দিল্লির ওপেনিং জুটি নাইটদের বিরুদ্ধে বেশ ভাল শুরু করে। মাত্র ২৯ বলে ৫১ রান করেন পৃথ্বী শাহ। ৪৫ বলে ৬১ রান করেন ডেভিড ওয়ার্নার।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৪৪ রানে হারিয়েই বিপক্ষকে কাঠগড়ায় দাঁড় করালেন ঋষভ পন্থ (Rishabh Pant)! কিন্তু কেন? দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক বিপক্ষকে একহাত নিলেন? জবাব অবশ্য পন্থের মুখ থেকেই পাওয়া গেল।
আসলে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) গত দুই মরশুম ব্রাত্য করে রাখার জন্যই ম্যাচ জিতে ক্ষোভ উগরে দিলেন দিল্লির অধিনায়ক। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন এই চায়নাম্যান। এরপর ম্যাচ শেষ হতেই কুলদীপের প্রশংসা করতে গিয়ে পন্থ বলে ওঠেন, "কুলদীপ গত এক বছর ধরে কঠোর পরিশ্রম করেছে। তবে সেইভাবে তো ওকে সুযোগই দেওয়া হয়নি। আমরা ওকে সবসময় সমর্থন দেওয়ার চেষ্টা করছি। তাই কুলদীপ ভাল খেলছে।"
রবিবার নাইটদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৫ রান তুলেছিল দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানেই গুটিয়ে যায় কেকেআর। কুলদীপের স্পিনের কাছে নতজানু হয়ে ভেঙে পড়ে নাইটদের মিডল অর্ডার। দলের ব্যাটারদের নিয়ে প্রশংসা করতে গিয়ে পন্থ বলেন, "ব্যাটিং ইউনিট হিসেবে দলগতভাবে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম। এই ধরনের পরিবেশে শিশিরের সমস্যা না থাকলে প্রথমে ব্যাট করে ১৭০-১৮০ খুব ভাল স্কোর। তবে স্কোরবোর্ডে ২০০ রান থাকলে যে চাপটা থাকে এই ক্ষেত্রে নিঃসন্দেহে সেটা থাকে না।’
দিল্লির ওপেনিং জুটি নাইটদের বিরুদ্ধে বেশ ভাল শুরু করে। মাত্র ২৯ বলে ৫১ রান করেন পৃথ্বী শাহ। ৪৫ বলে ৬১ রান করেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে শার্দুলের ১১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস দিল্লিকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে।
আরও পড়ুন: Kuldeep Yadav-Rishabh Pant: আগুনে ফর্মে কুলদীপ! কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক পন্থকে