IPL 2022 Final: বিরাটের রেকর্ড ভেঙে বাটলার লিখতে পারেন নতুন আইপিএল ইতিহাস!

চলতি আইপিএলে ১৬ ম্যাচে ৮২৪ রান করেছেন বাটলার। আইপিএলের ইতিহাসে এক মরশুমে সব চেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ২০১৬ সালে আরসিবি-র জার্সিতে কোহলি শাসন করেছিলেন। ১৬ ম্যাচে করেছিলেন ৯৭৩ রান। বাটলারকে ফাইনালে করতে হবে ১৫০ রান।

Updated By: May 29, 2022, 02:32 PM IST
IPL 2022 Final: বিরাটের রেকর্ড ভেঙে বাটলার লিখতে পারেন নতুন আইপিএল ইতিহাস!
বাটলারের ব্যাটে ভাঙতে পারে বিরাটের রেকর্ড!

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মহারণ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। মেগা সানডে-তে চোখ থাকবে রয়্যালসের ব্রিটিশ ওপেনার জস বাটলারের (Jos Buttler) দিকে। আগুনে ফর্মে থাকা বাটলার ইতিহাস লিখতে পারেন মোতেরায়। আইপিএলের এক মরশুমে সর্বাধিক রানশিকারি হওয়ার সুযোগ রয়েছে বাটলারের সামনে। 

চলতি আইপিএলে ১৬ ম্যাচে ৮২৪ রান করেছেন বাটলার। আইপিএলের ইতিহাসে এক মরশুমে সব চেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ২০১৬ সালে আরসিবি-র জার্সিতে কোহলি শাসন করেছিলেন। ১৬ ম্যাচে করেছিলেন ৯৭৩ রান। বাটলারকে ফাইনালে করতে হবে ১৫০ রান। তাহলেই নতুন ইতিহাস লিখবেন তিনি। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। আইপিএলের এক মরশুমে দ্বিতীয় সর্বাধিক রানশিকারি ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালেই তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন ৮৪৮ রান। বাটলার আর ২৫ রান করতে পারলেই টপকে যাবেন ওয়ার্নারকে। কোহলি-ওয়ার্নারের পর ক্রোড়পতি লিগে তৃতীয় ক্রিকেটার হিসাবে বাটলারই এক মরশুমে ৮০০ রানের গণ্ডি পার করেছেন। 

গত শুক্রবার মোতেরায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ও এলিমিনেটর জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rajasthan Royals) মুখোমুখি হয়েছিল। বাটলারের ব্যাটেই রাজস্থান ৭ উইকেটে আরসিবি-কে হারিয়ে রবিবাসরীয় ফাইনালের টিকিট সংরক্ষণ করেছে। আরসিবি-র ১৫৭ রান তাড়া করতে নেমে রাজস্থানের ওপেনার জস বাটলার একাই হিসাব বুঝে নেন। ৬০ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন 'জস দ্য বস'। কোহলির মতোই বাটলারও আইপিএলের এক মরশুমে সর্বাধিক চারটি শতরান করেছেন। এদিন বাটলার ফের ১০০ করলে পাঁচটি সেঞ্চুরি করে নতুন রেকর্ডও করতে পারবেন।

আরও পড়ুন: UEFA Champions League Final 2022: কেন মেগা ফাইনালে তেতে উঠেছিল Real Madrid? কারণ জানালেন Karim Benzema

আরও পড়ুনUEFA Champions League Final 2022: ভিনির গোল, থিবো কুর্তোয়ার গ্লাভসে ১৪তম খেতাব জিতল Real Madrid

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.