IPL 2022 Final: মহারণে এগিয়ে কোন দল? জানিয়ে দিলেন 'মিস্টার আইপিএল'

সুরেশ রায়না বলছেন, "আমার মনে হয় রাজস্থান রয়্যালসের তুলনায় গুজরাত টাইটান্স খানিকটা এগিয়ে রয়েছে। কারণ ওরা চার-পাঁচদিনের ভাল বিশ্রাম পেয়েছে। দলের টেম্পোও দুর্দান্ত।"

Updated By: May 29, 2022, 02:54 PM IST
IPL 2022 Final: মহারণে এগিয়ে কোন দল? জানিয়ে দিলেন 'মিস্টার আইপিএল'
রায়না জানিয়ে দিলেন তাঁর মত

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মহারণ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। মেগা সানডে-তে কোন দল এগিয়ে? উত্তর জানিয়ে দিলেন 'মিস্টার আইপিএল' সুরেশ রায়না (Suresh Raina)।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন কিংবদন্তি বলেন, "আমার মনে হয় রাজস্থান রয়্যালসের তুলনায় গুজরাত টাইটান্স খানিকটা এগিয়ে রয়েছে। কারণ ওরা চার-পাঁচদিনের ভাল বিশ্রাম পেয়েছে। দলের টেম্পোও দুর্দান্ত। তবে জস বাটলারের ফর্মের কথা মাথায় রেখে রাজস্থানকে হাল্কা ভাবে নেওয়া যাবে না। বাটলার রাজস্থানের কাছে বিরাট বোনাস। মহাকাব্যিক লড়াই হতে চলেছে ফাইনালে। আহমেদাবাদের উইকেট দুর্দান্ত। ব্যাটারদের প্রচুর স্ট্রোক খেলতে দেখেছি আমরা।"  এখন দেখার রবির রাতে কোন দল বাজিমাত করে! অভিষেকেই গুজরাত চ্যাম্পিয়ন হয় নাকি, ১৪ বছর পর শিরোপা ছুঁয়ে দেখে রাজস্থান।

সূত্রের খবর, আইপিএলের ফাইনাল দেখার জন্য ২০০৮ সালের আইপিএল জয়ী রাজস্থান দলের অধিকাংশ ভারতীয় সদস্যই এ দিন উপস্থিত থাকবেন মোতেরায়। মুনাফ প্যাটেল (Munaf Patel), ইউসুফ পাঠান (Yusuf Pathan), স্বপ্নিল আস্নোদকর (Swapnil Asnodkar), দীনেশ সালুঙ্কে, সিদ্ধার্থ ত্রিবেদী, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), মহম্মদ কাইফরা (Mohammad Kaif) এই ম্যাচে থাকবেন বলে জানা গিয়েছে। তবে দলের বিদেশি সদস্যরা সকলে উপস্থিত থাকতে পারছেন না। শোনা যাচ্ছে বিদেশি সদস্যদের মধ্যে শুধু গ্রেম স্মিথই (Grame Smith) থাকছেন। আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার সুবাদে এমনিতেই ভারতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়ক।  

আরও পড়ুন: Shane Warne, IPL 2022 Final: প্রিয় ওয়ার্নিকে স্মরণ করতে বিশেষ উদ্যোগ নিল Sanju Samson-এর Rajasthan Royals

আরও পড়ুনIPL 2022 Final: বিরাটের রেকর্ড ভেঙে বাটলার লিখতে পারেন নতুন আইপিএল ইতিহাস!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.