IPL 2021: একে দলের হার, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে চটলেন Rohit Sharma

৫টি ম্যাচের মধ্যে ৩টিতেই হেরেছে Mumbai Indians

Updated By: Apr 24, 2021, 02:09 PM IST
IPL 2021: একে দলের হার, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে চটলেন Rohit Sharma

নিজস্ব প্রতিবদেন: শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে হার। আর এ নিয়ে চলতি আইপিএল মরশুমে পাঁচটির মধ্যে তিনটিতেই ব্যর্থ গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এদিন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৯ উইকেট ১৪ বল হাতে রেখেই মুম্বইকে হারায় পঞ্জাব। খেলা শেষে অবশ্য একাধিক ক্ষোভ, রাগে ফেটে পড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।  

আরও পড়ুন: ৪৮ এ পা Sachin এর, মাস্টার ব্লাস্টারের ঝুলিতে কী কী রেকর্ড?

পঞ্চম ওভারে মাঠে থাকা আম্পায়ার সামসুদ্দিন রোহিতকে আউট ঘোষণা করেন। মনে করা হয়েছিল বাঁদিক থেকে উইকেটরক্ষক কুইন্টন ডি কক ক্যাচ ধরেছেন। সঙ্গে সঙ্গে রিভিউ সিস্টেমের সাহায্য় নেন হিটম্যান। সেখানে দেখা যায় রোহিতে শার্টে লেগে বল বেরিয়ে যায়। কার্যত আম্পায়রের সিদ্ধান্ত ভুল হয়। তাঁর উপর চটে রোহিতকে  কিছু বলতেও দেখা যায়।

আরও পড়ুন: IPL 2021: ৯ উইকেটে জিতল Punjab Kings, অসহায় আত্মসমর্পণ করল Mumbai Indians

রোহিত বলেন, “মাঠে আমরা নিজেদের সেরা পারফরমেন্স দিচ্ছি না। কঠিন পরিস্থিতিতে কী ভাবে খেলব সেটা বুঝতে হবে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল না। আমরা দেখলাম পঞ্জাব কী ভাবে ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেল। আমাদের ব্যাটিংয়ে প্রয়োগক্ষমতার অভাব ছিল। এই পিচে ১৫০ থেকে ১৬০ রান করলে তবেই ম্যাচ জেতা সম্ভব।”

.