IPL 2021: 'তৃতীয় আম্পায়ার কি মদ্যপ'? প্রশ্ন ফ্যানের, পাড়িক্কলের আউট নিয়ে মহাবিতর্ক!

অন-ফিল্ড আম্পায়ার নটআউট দেওয়ায় রাহুল সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেন। 

Updated By: Oct 3, 2021, 05:26 PM IST
IPL 2021: 'তৃতীয় আম্পায়ার কি মদ্যপ'? প্রশ্ন ফ্যানের, পাড়িক্কলের আউট নিয়ে মহাবিতর্ক!

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2021) ৪৮ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর Royal Challengers Bangalore, RCB) ও পঞ্জাব কিংস (Punjab Kings, PBKS)। রবিবাসরীয় 'ডাবল হেডার'-এর প্রথম ম্যাচে আউট নিয়ে জোর বিতর্ক! 

এদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি (RCB)। বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল ওপেন করতে নামেন। ম্যাচের অষ্টম ওভারের ঘটনাষ। রবি বিষ্ণোইয়ের বলে পাড়িক্কল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু তাঁর ব্যাটে বলের সংযোগ হয়নি। গ্লাভসে লেগে বল চলে যায় কেএল রাহুলের (KL Rahul) হাতে। 

আরও পড়ুন: IPL 2021: রুতুরাজে মোহিত লারা, ক্যারিবিয়ান কিংবদন্তি তুলনা টানলেন রাহুলের সঙ্গে

অন-ফিল্ড আম্পায়ার পাড়িক্কলকে নটআউট দেওয়ায় রাহুল সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেন। ডিআরএস নেওয়ার পরে তৃতীয় আম্পায়ার কে শ্রীনিবাসন জানিয়ে দেন যে, মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই ঠিক। পাড়িক্কল নটআউট। কিন্তু পরে টিভি রিপ্লে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আলট্রাএজ প্রযুক্তি দেখিয়ে দেয় যে, বল পরিস্কার এসেছে গ্লাভসের সংস্পর্শে। অর্থাৎ দেবদত্ত আউট ছিলেন। এই ঘটনার পর ক্রিকেট ফ্যানেরা টুইটারে বিতর্কের ঝড় তুলে দেন। তাঁরা প্রশ্ন তুলে দেন তৃতীয় আম্পায়ারের যোগ্যতা নিয়ে।

তৃতীয় আম্পায়ার নট আউট দেওয়ায় রাহুল ক্ষোভ উগরে দেন, হতাশায় মেজাজ হারান তিনি। যদিও ৩৫ রানে আউট হওয়ার বদলে দেবদত্ত আউট হন ৪০ রানে। হেনরিক্সের বলে সেই রাহুলের হাতেই ধরা দেন তিনি। প্রথমে ব্যাট করে আরসিবি এদিন ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৬৪। পঞ্জাবের টার্গেট ১৬৫।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.