IPL 2021: বিগত ৬ বছরের 'সবচেয়ে দামি' স্পেল করলেন Jasprit Bumrah!
ব্যাটসম্যানের রক্তচাপ বাড়িয়ে দেন তিনি। জসপ্রীত বুমরাহ মানেই বিষাক্ত ইয়র্কার থেকে দুর্দান্ত স্লোয়ার!
নিজস্ব প্রতিবেদন: ব্যাটসম্যানের রক্তচাপ বাড়িয়ে দেন তিনি। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মানেই বিষাক্ত ইয়র্কার থেকে দুর্দান্ত স্লোয়ার! বিশ্ববন্দিত পেসার ভয়ঙ্কর প্রহারের মুখে পড়েছেন, এমনটা ভাবা যায় না! কিন্ত সেই বুমরাহকেই চেন্নাই (Chennai Super Kings) ম্যাচে ক্লাব স্তরের বোলারে নামিয়ে এনেছিলেন আম্বাতি রায়ডু (Ambati Rayudu) ও রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্টার বোলারকে তাঁদের 'ধ্বংসলীলা'র মুখে পড়তে হয়েছিল।
পরিসংখ্যান বলছে নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে বুমরা মাত্র ১ উইকেটের বিনিময়ে পান ৫৬ রান। ভারতীয় দলের স্ট্রাইক বোলার শেষ ৬ বছরে একবারও রানের হাফ-সেঞ্চুরি হজম করেননি আইপিএলে। বুমরাহের আইপিএল কেরিয়ারে মুম্বই ম্যাচই সবচেয়ে দামি স্পেল হয়ে থাকল। ২০১৫ সালে বুমরাহ শেষবার ৫৫ (দিল্লির বিরুদ্ধে) ও ৫২ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) রান দিয়েছিলেন। যদিও গত শনিবার'এল ক্লাসিকো'র ফাইনাল ওভারের থ্রিলারে চার উইকেটে মুম্বই হারিয়েছিল চেন্নাইকে। সৌজন্যে পোলার্ডের ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস।
আরও পড়ুন:IPL 2021: Bumrah র বলে ছক্কা হাঁকিয়ে ফ্রিজ ভাঙলেন Rayudu! রইল ভিডিয়ো
রায়ডু ২৭ বলে অপরাজিত ৭২ রান করেন এই ম্যাচে। ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকান রায়ডু। ২৬৬.৬৭-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। আর বুমরাহকে মারা তাঁর একটি বড় ছক্কা উড়ে আসে মুম্বইয়ের ডাগআউটে। আর ড্রিংকস ফ্রিজে বল লাগার সঙ্গে সঙ্গেই ঝনঝন করে ভেঙে পড়ে ফ্রিজের কাঁচ।