২০২১ সালের আইপিএল কবে কোথায় হবে?

করোনা পরবর্তী সময়ে দেশের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজ হতে চলেছে বিসিসিআই-এর কাছে অ্যাসিড টেস্ট।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 11, 2020, 11:11 PM IST
২০২১ সালের আইপিএল কবে কোথায় হবে?
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন :  নতুন বছরের শুরুতে দেশের মাটিতে আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কোভিড পরবর্তী সময়ে ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ হবে ভারতেই। বৃহস্পতিবার সূচি প্রকাশ করেছে বিসিসিআই এবং ইসিবি। আর তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে ২০২১ সালের আইপিএল কবে আর কোথায় হবে?

আরও পড়ুন-প্রস্তুতি ম্যাচে ফিরে এল হিউজের স্মৃতি! বুমরাহর শট সোজা গিয়ে লাগল গ্রিনের মাথায়

*এক নজরে দেখে নেওয়া যাক ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি-
৫-৯ ফেব্রুয়ারি:  প্রথম টেস্ট , চেন্নাই
১৩-১৭ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট, চেন্নাই
২৪-২৮ ফেব্রুয়ারি: তৃতীয় টেস্ট, আমেদাবাদ
৪-৮ মার্চ : চতুর্থ টেস্ট, আমেদাবাদ

*পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
১২, ১৪, ১৬, ১৮, ২০ মার্চ- পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচই হবে আমেদাবাদে

*তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ-
২৩,২৬,২৮ মার্চ -তিনটি ম্যাচে হবে পুনেতে

ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ শেষ হওয়ার অন্তত দু সপ্তাহ পর আইপিএল শুরু হতে পারে। তবে তা ১০ এপ্রিলের পরেই হবে। সেক্ষেত্রে এপ্রিলের তৃতীয় সপ্তাহে আইপিএলের ১৪ তম সংস্করণ শুরু হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। করোনা পরবর্তী সময়ে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ তিনটি স্টেডিয়ামে হবে।

এই সিরিজের ওপর অনেকটাই নির্ভর করছে। ভারতে আইপিএল হলে সে ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক কিছু স্টেডিয়ামে বসতে পারে ১৪ তম কোটিপতি লিগের আসর। তাই বলা যেতে পারে করোনা পরবর্তী সময়ে দেশের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজ হতে চলেছে বিসিসিআই-এর কাছে অ্যাসিড টেস্ট।

তেমনই ২০২১ সালের আইপিএল থেকেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি দলের অন্তর্ভুক্তি হবে কিনা তা জানা যেতে পারে ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। ওইদিনই জানা যাবে ২০২১ সালের আইপিএলের আগে নিলাম হবে কিনা!

আরও পড়ুন-  ISL 2020-21: হায়দরাবাদের কাছে আটকে গেল হাবাসের এটিকে মোহনবাগান

Tags:
.