Bangladesh ISCKON: বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইসকন? হাইকোর্টের বড় নির্দেশ...

Bangladesh Crisis after Chinmoy Das arrest: দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ও ৮ দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। 

Updated By: Nov 27, 2024, 05:26 PM IST
Bangladesh ISCKON: বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইসকন? হাইকোর্টের বড় নির্দেশ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন ইস্যুতে উত্তাল বাংলাদেশ। গতকাল তাঁর মুক্তির দাবিতে রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। সংঘর্ষে নিহত হন এক সরকারি আইনজীবী। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। আর তারপরই ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ময়দানে নেমে পড়ছে হেফাজতে ইসলাম-সহ বাংলাদেশের একাধিক সংগঠন। 

ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ছিল এদিন বাংলাদেশ হাইকোর্টে। শুনানিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে হাইকোর্টের আরও নির্দেশ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবস্থাতেই কোনও অবনতি না হয়, সেই বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। ইসকনকে নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির দাবি জানান এক আইনজীবী। তবে সেই বিষয়ে কোনও নির্দেশ হাইকোর্ট দেয়নি। আগামিকালের মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারপর থেকেই দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ও ৮ দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভায় চিন্ময় দাস কৃষ্ণ যে বক্তব্য রাখেন, তারপরই ৩০ অক্টোবর রাতে ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। চট্টগ্রাম নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করারও অভিযোগ রয়েছে চিন্ময়ের বিরুদ্ধে।

উল্লেখ্য, পদ্মাপারে উত্তাপের আঁচ এসে লেগেছে গঙ্গাপারেও। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চের। বুধবার নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এক মহা মিছিল। যেখানে অংশগ্রহণ করে একাধিক সাধু-সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিবাদ মিছিল থেকে সনাতন ঐক্য মঞ্চের অন্যতম সদস্য রঘুনাথ দাস দাবি করেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা বাড়ছে, সেখানে বাংলাদেশ সরকার নীরব ভূমিকা পালন করছে। চিন্ময় প্রভুকে চক্রান্ত করে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিস। 

আরও পড়ুন, Abhishek Banerjee: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.