প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট সাক্ষীর

মূলত অনুরাগীদের লক্ষ্য করেই কলম ধরেছেন মহেন্দ্র পত্নী। সিএসকের অফিসিয়াল টুইটার হলেও সাক্ষী র লেখা কবিতা শেয়ার করা হয়েছে। 

Updated By: Oct 26, 2020, 01:41 PM IST
প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট সাক্ষীর

নিজস্ব প্রতিবেদন : আইপিএল এর প্লে-অফ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস।  গতকাল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে পরাজয় করলেও প্লে-অফে জায়গা পাওয়ার কোনো স্থান থাকলো না। রাজস্থান রয়েলসের জিৎ তালিকায় নিচে নামিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। হাজার আট সাল থেকে আইপিএল শুরু হওয়ার পর এই প্রথমবার প্লে-অফ থেকে ছিটকে গেল ধোনির হলুদ ব্রিগেড।

গতকালের পর ধোনির স্ত্রী সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। যা মূলত অনুরাগীদের লক্ষ্য করেই কলম ধরেছেন মহেন্দ্র পত্নী। সিএসকের অফিসিয়াল টুইটার হলেও সাক্ষী র লেখা কবিতা শেয়ার করা হয়েছে। 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

কী লিখেছেন সাক্ষী?
 ‘এটা শুধু খেলা.. তুমি কিছু জিতবে, কিছু হারাবে। বহু চমকপ্রদ জয় এসেছে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছ, সেইসঙ্গে বেশ কিছু যন্ত্রনাদায়ক হারও দেখতে হয়েছে। একদিকে উচ্ছ্বাস এবং অন্যদিকে আশাভঙ্গ!!
 কোনও আবেগই যেন খেলোয়াড়োচিত মানসিকতাকে ছাপিয়ে না যায়। এটা তো শুধু খেলা! কেউ হারতে চায় না, কিন্তু সবাই তো জয়ী হতে পারে না! হারের পর স্তম্ভিত হয়ে মাঠ থেকে বেরিয়ে আসার সময়টা দীর্ঘ মনে হয়। আনন্দ-উচ্ছ্বাসের শব্দ, জয়ের বেদনায় দীর্ঘশ্বাস এনে দেয়, অন্তরের শক্তি নিয়ন্ত্রণ নেয়, এটা শুধুই খেলা। আগেও বিজয়ী ছিলে, এখনও বিজয়ী! সত্যিকারের যোদ্ধারা লড়াই করতেই জন্মেছে আর তারা আমাদের মনে ও হৃদয়ে সর্বদা সুপার কিংস হয়েই থাকবে!’

Tags:
.