IPL 2020: লিগ শেষ ব্র্যাভোর; বিদায় সিএসকে- আবেগঘন বার্তায় মন ছুঁয়ে গেল
চেন্নাইয়ের হয়ে আইপিএল শুরুর দিকে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। আবার আইপিএলের শেষ দিকের ম্যাচেও নেই ডিজে ব্র্যাভো।
নিজস্ব প্রতিবেদন: প্লে-অফের আশা শেষ। তারপর বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ডোয়াইন ব্র্যাভো। দিল্লির বিরুদ্ধে ম্যাচে চোট পান। আর তাই শেষ ওভারে তাঁকে দিয়ে বল করাতে পারেননি ধোনি। হারতে হয় সিএসকে-কে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও খেলানো যায়নি ব্র্যাভোকে।
বুধবার চেন্নাই টিমের তরফে জানানো হয় ডান কুঁচকিতে চোটের জন্য ব্র্যাভোকে আইপিএলের বাকি ম্যাচে আর পাওয়া যাবে না। ২-৩ সপ্তাহের জন্য রিহ্যাব সেন্টারে থাকতে হবে ক্যারিবিয়ান তারকাকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। তাই চেন্নাইয়ের হয়ে আইপিএল শুরুর দিকে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। আবার আইপিএলের শেষ দিকের ম্যাচেও নেই ডিজে ব্র্যাভো।
Champion's message to the Super Fans as he bids adieu. Take care DJ! @DJBravo47 #Yellove pic.twitter.com/pHFnkHLQzq
— Chennai Super Kings (@ChennaiIPL) October 21, 2020
সিএসকে শিবির ছেড়ে যাওয়ার আগে এক ভিডিয়োবার্তায় ব্র্যাভো বলেছেন, "খুব খারাপ খবর, আমাকে সিএসকে ছেড়ে যেতে হচ্ছে। সমস্ত সিএসকে ফ্যানদের বলছি। দলকে সমর্থন করে যান। আমরা আমাদের সেরাটা দিলেও এবার হয়তো ভালো পারফর্ম করতে পারিনি। কিন্তু ভরসা রাখুন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসব।"
আরও পড়ুন - IPL 2020: নাইট অধিনায়ক মরগ্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর