IPL 2020: দিল্লির কাছে হেরেও প্লে-অফে কোহলিরা, লিগের শেষ ম্যাচে ঝুলে রইল নাইটদের ভাগ্য
চার নম্বর দল হিসেবে কারা যাবে প্লে-অফে? লড়াই এখন কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের লাস্ট ল্যাপে হাড্ডাহাড্ডি লড়াই। কঠিন অঙ্কের সমীকরণ প্লে-অফের লড়াইয়ে যাবে কোন কোন দল। লিগ শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ানস আগেই প্লে অফ নিশ্চিত করেছে। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল দিল্লি ক্যাপিটালসও। হারলেও প্লে অফ নিশ্চিত কোহলিদের। কিন্তু চার নম্বর দল হিসেবে কারা যাবে প্লে-অফে? লড়াই এখন কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে।
That's that from Match 55.@DelhiCapitals win by 6 wickets and book the No.2 spot in #Dream11IPL 2020 Points Table. pic.twitter.com/QGkcH0TNtF
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
বল হাতে দুরন্ত এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা। আর তাতেই প্রথমে ব্যাট করে আরসিবি তুলল ৭ উইকেট হারিয়ে ১৫২ রান। দেবদত্ত পাডিক্কল(৫০), বিরাট কোহলি (২৯), এবি ডিভিলিয়ার্স (৩৫)রা চেষ্টা করলেন। কিন্চু বড় রান উঠল না স্কোর বোর্ডে। দিল্লির হয়ে নর্টজে ৩টি আর রাবাদা ২টি উইকেট নেন।
১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শিখর ধাওয়ানের ৪১ বলে ৫৪ আর আজিঙ্কে রাহানের ৪৬ বলে ৬০ রানের ইনিংসের সৌজন্যে ১৯ ওভারেই টার্গেটে পৌঁছে যায়। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।
১৪ ম্যাচ শেষে দিল্লির পয়েন্ট এখন ১৬। লিগ টেবিলে দুই নম্বর দল। প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের মুখোমুখি হবে দিল্লি। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা নাই রাইডার্সের পয়েন্ট ১৪ হলেও রান রেটের নিরিখে তিন নম্বর দল হিসেবে প্লে অফ পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
We have the three qualifiers for #Dream11IPL 2020.
Who will take the vacant spot? pic.twitter.com/6PkxK6nzsa
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
মঙ্গলবার লিগের শেষ ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ। মুমব্ই জিতলে প্লে অফে চলে যাবে কেকেআর। আর হায়দরাবাদ জিতলে প্লে অফে পৌঁছে যাবে সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদের রান রেট বেশ ভালো। তাই জিতলে তারা আরসিবি-কে পিছনে ফেলে তিন নম্বরে উঠে যাবে)। আপাতত এই সমীকরণের ওপরেই দাঁড়িয়ে রয়েছে লিগের শেষ ম্যাচে প্লে-অফের চার নম্বর দল কে হবে?
আরও পড়ুন - নারীশক্তির জয়গান! ভারতের মহিলা ক্রিকেটাররা দেশকে গর্বিত করেছেন, বললেন নীতা আম্বানি