নারীশক্তির জয়গান! ভারতের মহিলা ক্রিকেটাররা দেশকে গর্বিত করেছেন, বললেন নীতা আম্বানি

Women's T20 Challenge এর স্পনসর হল জিও।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 2, 2020, 10:05 PM IST
নারীশক্তির জয়গান! ভারতের মহিলা ক্রিকেটাররা দেশকে গর্বিত করেছেন, বললেন নীতা আম্বানি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  Women's T20 Challenge এর স্পনসর হল জিও। ৪ থেকে ৯ নভেম্বর শারজায় খেলবেন হারমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ভারতে মেয়েদের ক্রিকেটের উত্থানকে মাথায় রেখে এই উদ্যোগ বলে জানিয়েছেন নীতা আম্বানি।

নীতা আম্বানি বলেছেন, "ভারতের মেয়েরা গত কয়েক বছরে দারুন পারফর্ম করছে। হরমনপ্রীত, মিতালিরা এখন মেয়েদের ক্রিকেটে রোল মডেল। সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ওরা আগামী দিনে আরও সাফল্য দিতে পারে দেশকে।"

৪ থেকে ৯ নভেম্বর Women's T20 Challenge-এ অংশ নেবে সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি। এই তিন দলের ক্যাপ্টেন হলেন যথাক্রমে- হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ।

একনজরে দেখে নিন Women's T20 Challenge-এর সূচি-
৪ নভেম্বর: সুপারনোভাস বনাম ভেলোসিটি
৫ নভেম্বর: ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্স
৭ নভেম্বর : ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাস
৯ নভেম্বর:  ফাইনাল ম্যাচ
*প্রতিটি খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়

আরও পড়ুন - করোনার মাঝে অভিযান; IFA-এর পতাকা উড়বে নেপালে হিমালয়ের আমা ডাবলাম শৃঙ্গে  

 

.