IPL 2020: মুখোমুখি CSK-SRH; প্লে-অফের আশা জিইয়ে রাখতে মাস্ট উইন গেম
তবে একই অবস্থা হায়দরাবাদেরও। চেন্নাইয়ের মতো তারাও এবারের আইপিএলে একেবারেই ধারাবাহিক নয়।
নিজস্ব প্রতিবেদন: মাঝপথে আইপিএল। আট ফ্র্যাঞ্চাইজি দলেরই সাতটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। মঙ্গলবার দুবাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের পয়েন্ট ৬ , লিগ টেবিলে তারা পাঁচ নম্বরে। অন্যদিকে চেন্নাই রয়েছে সাত নম্বরে, পয়েন্ট ৪। হায়দরাবাদ এবং চেন্নাই দুই দলই আগের ম্যাচে হেরেছে। তাই প্লে-অফের আশা জিইয়ে রাখতে মঙ্গলবার মাস্ট উইন গেম দুই দলের কাছেই।
The last time #SRH and #CSK met, the former won by 7 runs. Will it be CSK today?
Here’s our preview by @ameyatilak https://t.co/hO1idjixpN #Dream11IPL pic.twitter.com/u2N9ab9V57
— IndianPremierLeague (@IPL) October 13, 2020
ফর্মে নেই সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে শেন ওয়াটসন, ফাফ-দু প্লেসি, আম্বাতি রাইডু সিএসকে ব্যাটিংয়ের অন্যতম ভরসা। তেমনি বল হাতে শার্দুল ঠাকুর, দীপক চাহাররা আশা জোগাচ্ছেন ধোনিকে। কিন্তু একেবারেই ধারাবাহিক নয় ধোনির দল।
অন্যদিকে জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ের স্তম্ভ। আফগান স্পিনার রশিদ খানের পাশাপাশি খালিল আহমেদ, টি নটরাজন বোলিংয়ে ওয়ার্নারের বড় ভরসা। তবে একই অবস্থা হায়দরাবাদেরও। চেন্নাইয়ের মতো তারাও এবারের আইপিএলে একেবারেই ধারাবাহিক নয়।
আরও পড়ুন - রোলাঁ গারোর 'রাজা' রাফাকে শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের