মাত্র ৪টি টোয়েন্টি খেলেই এই ক্রিকেটার দাম পেলেন ১২ কোটি!

বিরাটের দলের নতুন অতিথি ইংল্যান্ড দলের বাঁহাতি ফাস্ট বোলার টাইমাল মিলস। বেন স্টোকসের (১৪.৫ কোটি টাকা) পর টাইমাল মিলস এখনও পর্যন্ত দশম আইপিএলের দ্বিতীয় দামী ক্রিকেটার। বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স অব ব্যাঙ্গালুরু টাইমাল মিলসকে কিনল ১২ কোটি টাকা দিয়ে। (দশম আইপিলের সবথেকে দামী ক্রিকেটার, অলরাউন্ডার বেন স্টোকস)

Updated By: Feb 20, 2017, 01:11 PM IST
মাত্র ৪টি টোয়েন্টি খেলেই এই ক্রিকেটার দাম পেলেন ১২  কোটি!

ওয়েব ডেস্ক: বিরাটের দলের নতুন অতিথি ইংল্যান্ড দলের বাঁহাতি ফাস্ট বোলার টাইমাল মিলস। বেন স্টোকসের (১৪.৫ কোটি টাকা) পর টাইমাল মিলস এখনও পর্যন্ত দশম আইপিএলের দ্বিতীয় দামী ক্রিকেটার। বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স অব ব্যাঙ্গালুরু টাইমাল মিলসকে কিনল ১২ কোটি টাকা দিয়ে। (দশম আইপিলের সবথেকে দামী ক্রিকেটার, অলরাউন্ডার বেন স্টোকস)

টাইমাল মিলস টি-টোয়েন্টির আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন গত বছর। ২০১৫, জুলাই মাসে প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেন টাইমাল মিলস। এরপরই ইংল্যান্ডের ভারত সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন বাঁহাতি টাইমাল মিলস। সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। টাইমাল মিলস ৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩টি উইকেটই পেয়েছেন। বোলিং ইকোনমি ৩৮.৬৭। ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেন টাইমাল মিলস। 

.