পরের আইপিএলের আসর সরছে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায়!

আগামী বছর দেশে লোকসভা নির্বাচন। এপ্রিল- মে মাসে হতে পারে লোকসভা নির্বাচন। সেই সময়ই আবার ভারতীয় ক্রিকেটের `মেগাসোপ`আইপিএল সেভেনের আসর বসতে চলেছে। কিন্তু দেশে এত বড় একটা নির্বাচনের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের মাটিতে আইপিএলের আসর বসানোর অনুমতি পাওয়া নাও যেতে পারে।

Updated By: Sep 10, 2013, 06:48 PM IST

আগামী বছর দেশে লোকসভা নির্বাচন। এপ্রিল- মে মাসে হতে পারে লোকসভা নির্বাচন। সেই সময়ই আবার ভারতীয় ক্রিকেটের `মেগাসোপ`আইপিএল সেভেনের আসর বসতে চলেছে। কিন্তু দেশে এত বড় একটা নির্বাচনের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের মাটিতে আইপিএলের আসর বসানোর অনুমতি পাওয়া নাও যেতে পারে।
সেইজন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ২০১৪ সালের আইপিএলের জন্য দুটি বিকল্প ভেন্যুর কথা ভেবে রেখেছে। ভারতের মাটিতে আইপিএল সিক্সের আসর বসানো না গেলে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা হবে ধোনি বনাম গেইল-কোহলিদের ল়ডাই।
ঠিক যেমনটা হয়েছিল ২০০৯ সালে। সেই বছর লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গে মিলে যাওয়ায় আইপিএল টু-এর আসর বসে দক্ষিণ আফ্রিকায়। হাজার চেষ্টা করেও ললিত মোদীরা দেশের মাটিতে আইপিএলের আয়োজন করাতে পারেননি। শ্রীসন্থদের কেলেঙ্কারির পর আইপিএল-এর এই ভরাডুবির বাজারে যে এ বারও দেশ থেকে আইপিএলকে পাততাড়ি গোটাতে হবে সেটা বুঝে গিয়েছেন বোর্ড কর্তারা। আর তাই আগেভাগেই বিকল্পের কথা ভেবে রাখা হল।
যেহেতু আইপিএলের সব সাফল্যইই টিআরপি নির্ভর, তাই ভারতীয় সময়ের সঙ্গে খুব বেশি ফারাক থাকবে না এমন কোনও দেশকেই বিকল্প হিসাবে ভাবা হয়েছে। সেই হিসাবে সেরা বিকল্প হতে পারে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। দুটো দেশের সঙ্গেই ভারতীয় সময়ের ফারাক আধ ঘণ্টার।

Tags:
.