পাকিস্তান প্রসঙ্গে বিসিসিআই-এর দাবি মানল না আইসিসি

সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনও একটি দেশ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আইসিসি-র এক্তিয়ার বহির্ভূত।

Updated By: Mar 4, 2019, 11:52 AM IST
পাকিস্তান প্রসঙ্গে বিসিসিআই-এর দাবি মানল না আইসিসি

নিজস্ব প্রতিবেদন :  পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই নিজের অবস্থানে অনড় থেকে আইসিসির ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকে। এমনকী, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে একঘরে করার জন্যও আইসিসির কাছে আর্জিও জানায় বিসিসিআই। বোর্ডের সেই অনুরোধ মেনে নিল না আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগেই আইসিসিকে জানানো হয়েছিল, যে দেশ সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখলে সমস্যা হবে। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দেন, ভারতের আবেদন মানা আইসিসি-র পক্ষে সম্ভব নয়।

আইসিসি-তে ভারতের আর্জি ধোপে টিকল না। দুবাইতে আইসিসির কোয়ার্টারলি বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়েছে,  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পক্ষে এই ধরণের কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এমনকী বর্ণবৈষম্য ইস্যুতে যেমনভাবে দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করা হয়েছিল সেই প্রসঙ্গ টেনেও পাকিস্তানকে কোনঠাসা করার পরিকল্পনা করেছিল বোর্ডের CoA। কিন্তু সেই দাবিও খারিজ করে দিয়েছে আইসিসি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনও একটি দেশ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আইসিসি-র এক্তিয়ার বহির্ভূত। সুতরাং ম্যাঞ্চেস্টারে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ১৬ জুন পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে আইসিসি-তে বড় ধাক্কা খেল বিসিসিআই।

আরও পড়ুন - এবার আইপিএল-এ হস্তক্ষেপ করতে চায় আইসিসি? জবাব দিল বিসিসিআই

.