এবার আইপিএল-এ হস্তক্ষেপ করতে চায় আইসিসি? জবাব দিল বিসিসিআই
আইপিএল সহ সকল ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি লিগগুলিকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলতে চাইছে।
নিজস্ব প্রতিবেদন : দুবাইতে আইসিসির কোয়ার্টারলি মিটিংয়ে নতুন প্রস্তাব দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, বৈঠকে আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সব টি-টোয়েন্টি ক্রিকেট লিগ চলছে সেখানে এবার নজরদারি করবে আইসিসি। এমনকী ব্যক্তিগত উদ্যোগেও যে সমস্ত টি-টোয়েন্টি লিগ হচ্ছে সেগুলিতেও নজরদারি চালাতে চায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু আইপিএলে আইসিসি-র এই হস্তক্ষেপের প্রস্তাবকে খারিজ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
দুবাইয়ে আইসিসি-র বৈঠক শেষে জানা গিয়েছে, আইপিএল সহ সকল ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি লিগগুলিকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলতে চাইছে। সব লিগের জন্যই একটা নির্দিষ্ট নিয়ম চালু করতে চায় আইসিসি। আর তাই এই সমস্ত লিগগুলিতে নজরদারি করতে 'ওয়াচডগ' নিয়োগের পরিকল্পনার কথাও বৈঠকে জানায় আইসিসি। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আইসিসি-র চিফ অপারেটিং অফিসার ইয়ান হিগিনস এবং মিডিয়া রাইটস হেড আরতি সিং দাবাস -এই দুজনে মিলে একটি ইভেন্টস স্যানসনিং গ্রুপও তৈরি করতে চায়। ভারতীয় ক্রিকেট বোর্ড সঙ্গে সঙ্গে আইসিসি-র এই প্রস্তাবকে খারিজ করে দেয়।
আর এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বক্তব্য খুবই স্পষ্ট। বোর্ড জানিয়েছে, "আইপিএল হল ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। আর এই টুর্নামেন্টের সঙ্গে আইসিসি-র কোনও যোগাযোগ নেই। ঠিক যেমন ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি-র সঙ্গে আইসিসি-র কোনও সম্পর্ক নেই।"
আরও পড়ুন - বিরাটদের বিশ্বকাপ জার্সির কলারের নিচে লুকিয়ে অনন্য সম্মান