অনলাইন FIDE দাবা অলিম্পিয়াডে সোনা হাম্পিদের, রাশিয়ার সঙ্গে যুগ্মবিজয়ী ভারত
এই প্রথম FIDE দাবা অলিম্পিয়াডের ফাইনালে পৌঁছায় ভারত ৷ এর আগে ২০১৪ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত
নিজস্ব প্রতিবেদন: অনলাইন FIDE দাবা অলিম্পিয়াডে যুগ্মবিজয়ী হল ভারত ও রাশিয়া।
রবিবার অলিম্পিয়াডের ফাইনালে ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে কিছুক্ষণের জন্য সার্ভার বসে যায়। এতে বেশ কিছুটা সময় নষ্ট হয় ভারতীয় দাবাড়ু নিহাল সারিন ও দিব্যা দেশমুখের। যে সময়ে নিহাল ও দিব্যার সংযোগ বিচ্ছিন্ন হয় যায় সেই সময় তাঁরা জেতার মতো পরিস্থিতিতে ছিলেন। কিন্তু চ্য়াম্পিয়ন ঘোষণা করা হয় রাশিয়াকে। এর পরেই FIDE-র কাছে আবেদন জানায় ভারত। তার পরেই ভারত ও রাশিয়াকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়।
Russia and India are co-champions of the first-ever FIDE Online #ChessOlympiad.
Tournament's website: https://t.co/bIcj0hRMek#chess #IndianChess
— International Chess Federation (@FIDE_chess) August 30, 2020
আরও পড়ুন-আচমকাই তৃণমূল ব্লক সভাপতির 'আশ্রমে' মুকুল রায়, জোর জল্পনা অনুব্রতর গড়ে
ফাইনালের প্রথম রাউন্ডে ৩-৩ এ ড্র করে ভারত। পরের রাউন্ডে ৪.৫-১.৫ পয়েন্টে ভারতকে হারায় রাশিয়া। এই রাউন্ডেই সারিন ও দেশমুখকে হারান রুশ দাবাড়ু আন্দ্রে সিপেনকো ও পোলিনা সুভোলোভা। রাউন্ডটি নিয়ে বিতর্ক তৈরি হয়ে সার্ভার বসে যাওয়ার কারণে।
উল্লেখ্য, এই প্রথম FIDE দাবা অলিম্পিয়াডের ফাইনালে পৌঁছায় ভারত ৷ এর আগে ২০১৪ সালে ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত ।
We are the champions !! Congrats Russia!
— Viswanathan Anand (@vishy64theking) August 30, 2020
Congratulations to our chess players for winning the FIDE Online #ChessOlympiad. Their hard work and dedication are admirable. Their success will surely motivate other chess players. I would like to congratulate the Russian team as well.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020
আরও পড়ুন-রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৯,৭৮৫, জেনে নিন আপনার এলাকার পরিস্থিতি
ভারতীয় দলে ছিলেন, ক্য়াপ্টেন বিদিত গুজরাটি, বিশ্বনাথান আনন্দ, কোনেরু হাম্পি, ডি দ্বারিকা, আর প্রজ্ঞানন্দ, পি হরিকৃষ্ণ, নিহাল সারিন ও দিব্যা দেশমুখ। ফিডের কাছে আবেদন করার পর শেষপর্যন্ত ভারতকেও রাশিয়ার সঙ্গে বিজয়ী ঘোষণা করা হয়। টুইট করে জানান বিশ্বনাথান আনন্দ।