কোপার এই ৫ টা তথ্য জানলে বন্ধুরাও আপনাকে সমঝে চলবে

ওয়েব ডেস্ক : শুরু হয়ে গিয়েছে কোপা আমেরিকা। ম্যাচ তো দেখবেনই। সেই সঙ্গে তর্ক, আলোচনাও তো থাকবে বন্ধুদের সঙ্গে। জেনে নিন কোপার ৫ খানা এমন তথ্য, যেগুলো বললে, বন্ধুরাও আপনাকে সমঝে চলবে।

১) সবথেকে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৯৪২ সালে তারা উরুগুয়েকে হারিয়েছিল ১২ - ০ ব্যবধানে!

২) ফিফা যখন গোলের জন্য মাথাকুটে মরছে, কোপায় অন্তত গোল কম হয়নি কোনওবার। ১০০ বছরের কোপার ইতিহাসে ম্যাচ প্রতি গোলের গড় ৩.২৮! ৭২৬ ম্যাচের পর! তাহলেই বুঝুন, এখানে অন্তত গোল দেখা যায় প্রায় প্রতি ম্যাচে। নিরস গোলশূন্য খেলার সংখ্যা কম হয়।

৩) কোপার ইতিহাসে সবথেকে গোলের গড় কমে যায় ১৯২২ সালে। অথচ, সেবার নাকি এই প্রতিযোগিতা হয়েছিল ব্রাজিলেই! হাসি পায় কিনা বলুন এই তথ্যে।

৪) উরুগুয়ে সবথেকে সফল এই প্রতিযোগিতায়। কিন্তু সবথেকে বেশিবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনাই। মোট ২৬ বার!

৫) কোপার ইতিহাসে সবথেকে বেশিবার হারার রেকর্ড চিলির! তারা হেরেছে ৮১টি ম্যাচে!

English Title: 
INTERESTING FACTS ABOUT COPA AMERICA
News Source: 
Home Title: 

কোপার এই ৫ টা তথ্য জানলে বন্ধুরাও আপনাকে সমঝে চলবে

 কোপার এই ৫ টা তথ্য জানলে বন্ধুরাও আপনাকে সমঝে চলবে
Yes
Is Blog?: 
No
Section: