সুনীল জাদুতে ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত
মোট ৮ গোল করে টুর্নামেন্টের সেরা সুনীল ছেত্রী।
নিজস্ব প্রতিবেদন : অনবদ্য সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের জাদুকরী পারফরম্যান্সে ভর করে চারদেশীয় ইন্টার কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক সুনীল ছেত্রী।
আরও পড়ুন- মেসিকে স্পর্শ করলেন সুনীল
রবিবার মুম্বইয়ের ফুটবল এরিনা ভারতীয় ফুটবলের সাফল্যের স্বাক্ষী হয়ে থাকল। স্বাক্ষী থাকল সুনীল ছেত্রীর এক মাইলস্টোন স্পর্শের। জোড়া গোল করে মেসিকে ছুঁলেন তিনি। ৬৪ গোল করে বর্তমান ফুটবলারদের তালিকায় যুগ্মভাবে মেসির সঙ্গে দু'নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটে সুনীলের গোলে এগিয়ে যায় ভারত। ২৯ মিনিটে ফের গোল করে স্কোরলাইন ২-০ করেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। বিরতির আগেই ম্যাচের রাশ নিজেদের দখলে করে নেয় ভারত। বিরতির পর ভারতীয় রক্ষণে চাপ বাড়াতে থাকে কেনিয়া। কিন্তু গোল করতে পারেনি তারা।
CHAMPIONS!! Congratulations to the @IndianFootball team on winning the Hero Intercontinental Cup #BackTheBlue #INDvKEN pic.twitter.com/6x4Dw3E5VL
— Indian Super League (@IndSuperLeague) June 10, 2018
শেষ পর্যন্ত ২-০ গোলে কেনিয়াকে হারিয়ে ট্রফি জিতে নিল কনস্টানটাইনের ভারত। মোট ৮ গোল করে টুর্নামেন্টের সেরা সেই সুনীল ছেত্রী।
8 goals in the Hero Intercontinental Cup - @chetrisunil11 is the Hero of the Tournament!#BackTheBlue pic.twitter.com/ItXu7Ks13D
— Indian Super League (@IndSuperLeague) June 10, 2018