ভারতে আসতে পারে ইন্টার মিলান
প্রথম ইতালীয় ক্লাব হিসাবে ভারতে খেলতে আসতে পারে ইন্টার মিলান। কলকাতায় এসে সেই ইঙ্গিত দিয়ে গেলেন ইন্টার মিলানের অ্যাকাডেমির টিডি মার্কো মন্টি। এবার প্রাক মরসুম সফরে ইন্দোনেশিয়ায় আসছেন ফোরল্যান, স্নেইডাররা।
Updated By: May 23, 2012, 10:32 PM IST
প্রথম ইতালীয় ক্লাব হিসাবে ভারতে খেলতে আসতে পারে ইন্টার মিলান। কলকাতায় এসে সেই ইঙ্গিত দিয়ে গেলেন ইন্টার মিলানের অ্যাকাডেমির টিডি মার্কো মন্টি। এবার প্রাক মরসুম সফরে ইন্দোনেশিয়ায় আসছেন ফোরল্যান, স্নেইডাররা। তাই মন্টি জানাচ্ছেন, খুব তাড়াতাড়ি ভারতেও দেখা যেতে পারে বিশ্বখ্যাত ইতালীয় দলটিকে।
একটি বেসরকারী সংস্থার উদ্যোগে ১৬ জন তরুণ ফুটবলার চলতি বছরে মিলানে ফুটবল টুর্নামেন্ট ভারতের প্রতিনিধিত্ব করবে। ইন্টার মিলানের অ্যাকাডেমিতে ট্রেনিং করারও সুযোগ পাবেন এরা। ভারতের ১৫টি শহর থেকে বেছে নেওয়া হয়েছে এদের।
Tags: