আহত রোহন ব্যানার্জিকে খেলানো নিয়ে প্রশ্ন

রঞ্জি ম্যাচে আহত রোহন ব্যানার্জিকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর মাঠে আসেন রোহন। মাঠে নামলেও মাত্র আট বল ব্যাট করেন তিনি।

Updated By: Dec 8, 2011, 03:03 PM IST

রঞ্জি ম্যাচে আহত রোহন ব্যানার্জিকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর মাঠে আসেন রোহন। মাঠে নামলেও মাত্র আট বল ব্যাট করেন তিনি। ফের অস্বস্তি বোধ করায়,আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই রোহনকে কেন মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হল, তা নিয়েই প্রশ্ন উঠছে।

.