ইডেনে ৩১৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

ভারত-ইংল্যান্ড ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস ৩১৬ রানে শেষ হয়ে গেল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই অল-আউট ভারত। প্রথম দিনের মত দ্বিতীয় দিনের প্রথম সেশনেও ভারতীয় ব্যাটসম্যানদের ওপর একই রকম চাপ বজায় রাখলেন ইংরেজ বোলাররা। খেলা শুরুর দেড় ঘণ্টার মধ্যে ৩১৬ রানে শেষ হল ধোনিবাহিনীর প্রথম ইনিংস। ক্যাপ্টেন ধোনির ব্যাটের ওপর ভর করে আজ মাত্র ৪৩ রান যোগ হয়েছে ভারতের স্কোরবোর্ডে।

Updated By: Dec 6, 2012, 10:34 AM IST

ভারত-ইংল্যান্ড ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস ৩১৬ রানে শেষ হয়ে গেল। মধ্যাহ্নভোজের বিরতির আগেই অল-আউট ভারত। প্রথম দিনের মত দ্বিতীয় দিনের প্রথম সেশনেও ভারতীয় ব্যাটসম্যানদের ওপর একই রকম চাপ বজায় রাখলেন ইংরেজ বোলাররা। খেলা শুরুর দেড় ঘণ্টার মধ্যে ৩১৬ রানে শেষ হল ধোনিবাহিনীর প্রথম ইনিংস। ক্যাপ্টেন ধোনির ব্যাটের ওপর ভর করে আজ মাত্র ৪৩ রান যোগ হয়েছে ভারতের স্কোরবোর্ডে।
ডিসেম্বরের কলকাতার ঝকঝকে সকালে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নমুখী হন জাহির খান। এরপর ক্রিজে আসেন ইশান্ত শর্মা। কিন্তু দ্রুতই শূন্য রানে ফিরে যান তিনি। এরপর নবম উইকেটে প্রজ্ঞান ওঝা নামেন। তবে ১৯টি বল খেললেও একটি রানও যোগ করতে পারেননি দলের স্কোরবোর্ডে। মাহীর ৫২ রানের যুদ্ধ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমাপ্তি ঘটে ভারতীয় ইনিংসের। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে মন্টি পানেসর ৪ উইকেট তুলে নিয়েছেন।

.