INDvsWI: শঙ্খ বাজিয়ে, পতাকা নাড়িয়ে ইডেনের একমাত্র সমর্থক Sachin প্রিয় Sudhir Gautam
এটাই তো দেশের প্রতি ভালবাসা। এটাই তো দলের প্রতি আবেগ।
সব্যসাচী বাগচী: আর কয়েক ঘণ্টা পরেই জ্বলে উঠবে চারটি বাতিস্তম্ভ। ইডেন গার্ডেন্সে বাইশ গজের যুদ্ধে শুধুই 'চার-ছক্কা হই হই'। তবে করোনা যে বড় বালাই। তাই ক্রিকেটের নন্দন কাননের ওই গ্যালারিগুলো থেকে 'ইন্ডিয়া...ইন্ডিয়া', কিংবা রোহিত শর্মা ও বিরাট কোহলির নামে শোনা যাবে না জয়ধ্বনি।
যদিও ৬৫ হাজারী ইডেনের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সুধীর গৌতম। কারণ, তাঁর মাঠে ঢোকার বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়!
এহেন সচিন তেন্ডুলকরের অন্ধভক্ত সুধীর বুধবারের ম্যাচেও থাকবেন। এমনকি তাঁর উপস্থিত থাকার কথা বাকি দুটি ম্যাচেও। বলছিলেন, “সেই ২০০১ সাল থেকে এই মাঠে আসছি। আমি সচিন পাঁজির অন্ধভক্ত। দাদা আমাকে খুব ভালবাসে। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দেখার জন্য এখানে এসেছিলাম। তারপর থেকে গত ২১ বছর ইডেনের কোনও খেলা বাদ যায়নি।“
আরও পড়ুন: কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ? ছবিতে দেখুন
আরও পড়ুন: IND vs WI: তৃতীয় ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দিল বিসিসিআই! তবে থেকে যাচ্ছে কিন্তু
ভারতীয় দলের ভক্তদের কাছে সুধীরের নাম বেশ জনপ্রিয়। মুখ ও পুরো শরীর তেরঙায় রাঙিয়ে প্রতি ম্যাচে তিনি মাঠে চলে আসেন। শঙ্খ বাজিয়ে স্বাগত জানান নিজের প্রিয় দলকে। সঙ্গে একনাগাড়ে পতাকা নাড়ানো তো আছেই। সেটাই যে সুধীরের ট্রেডমার্ক।
কলকাতায় এসেছেন। খালি হাতে ফিরে যাওয়ার প্রশ্নই নেই। সেটাই জানিয়ে দিলেন সুধীর। বলছিলেন, “দাদা গ্রীন সিগন্যাল দিয়েছে। টিকিট পেয়ে গিয়েছি। এখন শুধু মাঠে ধুকে যাওয়ার অপেক্ষা।“
সময়মতো ইডেনের আকাশে নেমে আসবে অন্ধকার। জ্বলে উঠবে বাতিস্তম্ভ। ঠিক সেই সময় লোয়ার টিয়ার থেকে প্রিয় দলের জন্য শঙ্খ বাজিয়ে যাবেন। দুই হাত দিয়ে একনাগাড়ে উড়িয়ে যাবেন দেশের পতাকা।“
এটাই তো দেশের প্রতি ভালবাসা। এটাই তো দলের প্রতি আবেগ।