Tokyo Olympics 2020: পারলেন না Shivpal Singh, লক্ষ্যভেদে ব্যর্থ Javelin থ্রোয়ার

৭৬.৪০ মিটার দূরে জুভেলিন থ্রো করেন Shivpal Singh।

Updated By: Aug 4, 2021, 08:46 AM IST
Tokyo Olympics 2020: পারলেন না Shivpal Singh, লক্ষ্যভেদে ব্যর্থ Javelin থ্রোয়ার

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics ২০২০-র আসরে শিবপাল সিংয়ের (Shivpal Singh) পদক জয়ের স্বপ্ন ভঙ্গ হল। পুরুষদের জাভলিন থ্রোয়ের কোয়ালিফাই রাউন্ডে তাঁর হতাশাজনক পারফর্ম্যান্স নিরাশ করল সকলকে। ৭৬.৪০ মিটার জাভলিন থ্রো করলেন তিনি। ২৭ নম্বরে শেষ করলেন শিবপাল সিং। 

অ্যদিকে গ্রুপ A-র লড়াই জিতে ফাইনালে উঠলেন ভারতের Javelin থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। নিয়ম মতো কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৩.৫০ মিটার থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট হাতে পাওয়া যায়। নীরজ প্রথম চেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জাভলিন ছোঁড়েন। গ্রুপের শীর্ষে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। ৮৪.৫০ মিটার থ্রো করে ফাইনালে ওঠেন ফিনল্যান্ডের লাসি এতেলাতালো।

.