Tokyo Olympics 2020: প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যভেদ, Javelin ফাইনালে ভারতের Neeraj
প্রথম চেষ্টাতেই ৮৬.৬৫ মিটার দূরে জ্যাভেলিন থ্রো করেন নীরজ।
নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-এর ফাইনালে উঠলেন ভারতের Javelin থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। নিয়ম মতো কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৩.৫০ মিটার থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট হাতে পাওয়া যায়। নীরজ প্রথম চেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছোঁড়েন এবং ফাইনালের টিকিট নিশ্চিত করেন।
আরও পড়ুন: East Bengal: 'ছেড়ে খেলা'র পরামর্শ, চুক্তি জট কাটাতে মুখ্যমন্ত্রীরই দ্বারস্থ লাল-হলুদ কর্তারা
আরও পড়ুন: ISL: ATKMB-র অনুশীলনে যোগ দিলেন Roy Krishna
বুধবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের যাত্রা শুরু হয় নীরজের ইভেন্ট দিয়েই। কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপে A-তে ছিলেন তিনি। গ্রুপে B-তে রয়েছেন ভারতের অপর জ্যাভেলিন থ্রোয়ার শিবপাল সিং। নীরজের এখনও পর্যন্ত সেরা থ্রো ৮৮.০৭ মিটার। অলিম্পিক্সের আসরে সেই পারফম্যান্স দেখাতে পারলেই ফাইনালে পৌঁছনোর যোগ্যতা অর্জন করতে পারতেন নীরজ। তবে ততটা প্রয়োজন হয়নি। প্রথম চেষ্টাতেই লক্ষ্যেভেদ হওয়ায়, নীরজকে আর দ্বিতীয় ও তৃতীয় থ্রো করতে হয়নি। সরাসরি ফাইনালে পৌঁছে যান বিশ্বের ১৬ নম্বরে ব়্যাঙ্কে থাকা অ্য়াথলিট। গ্রুপ শীর্ষ থেকে ফাইনালে পৌঁছন নীরজ। ৮৪.৫০ মিটার থ্রো করে ফাইনালে ওঠেন ফিনল্যান্ডের লাসি এতেলাতালো।
Tokyo Olympics: Javelin thrower Neeraj Chopra qualifies for men's final in first attempt
Read @ANI Story | https://t.co/QErTSMHDKM#Tokyo2020 #IndiaAtOlympics #JavelinThrow pic.twitter.com/YpwTTFpn4x
— ANI Digital (@ani_digital) August 4, 2021