গ্লাসগো গেমসে দেশের প্রথম সোনা জিতলেন সঞ্জিতা খুমুকচাম, রুপো চানুর

Updated By: Jul 24, 2014, 10:43 PM IST
গ্লাসগো গেমসে দেশের প্রথম সোনা জিতলেন সঞ্জিতা খুমুকচাম, রুপো চানুর

গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের প্রথম সোনার পদকটি জিতলেন ভারত্তোলক সঞ্জিতা খুমুকচাম (Sanjita Khumukcham)। মহিলাদের ভারত্তোলনের ৪৮ কেজি বিভাগে এই সোনা জিতলেন সঞ্জিতা। ভারতেরই তারকা ভারত্তোলক চানু সাইখোমকে হারিয়ে সোনা জিতলেন সঞ্জিতা। ১৭৩ পয়েন্ট পেয়ে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন সঞ্জিতা। রুপো জিতেছেন ভারতেরই চানু সাইখোম। তাঁর পয়েন্ট ১৭০।

 

  ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে দ্বিতীয় প্রচেষ্টায় ৯২ কেজি তুলে গ্লাসগো কমনওয়েলথ গেসমসে দেশের প্রথম সোনাটি জিতে নিলেন। এই বিভাগে সোনার পদকের প্রত্যাশা ছিলই। চানু না সঞ্জিতা কে সোনা পান সেটাই দেখার ছিল। শেষ অবধি বাজিমাত করলেন সঞ্জিতাই।

এদিকে, মহিলাদের হকির প্রথম ম্যাচে কানাডাকে ৪-২ গোলে হারিয়ে দিল ভারত। স্কোয়েশা দারুণ শুরুলেন সৌরভ ঘোষাল।

.