অলিম্পিকের জন্য নীল মাঠেই অনুশীলন করবে ভারতীয় হকি দল
লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় হকি দল। কিন্তু এবার অলিম্পিক একটু আলাদা হতে চলেছে মাইকেল নবসের দলের জন্য। অলিম্পিকে এবার হকি টুর্নামেন্ট সবুজের জায়গায় হবে নীল রঙের মাঠে। তা ছাড়া সাদা রঙের জায়গায় হলুদ রঙের বল দিয়ে খেলা হবে।
Updated By: Mar 30, 2012, 11:19 PM IST
লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় হকি দল। কিন্তু এবার অলিম্পিক একটু আলাদা হতে চলেছে মাইকেল নবসের দলের জন্য। অলিম্পিকে এবার হকি টুর্নামেন্ট সবুজের জায়গায় হবে নীল রঙের মাঠে। তা ছাড়া সাদা রঙের জায়গায় হলুদ রঙের বল দিয়ে খেলা হবে। কিন্তু তা নিয়ে চিন্তিত নন খেলোয়াড়রা।
লন্ডন যাওয়ার আগে লুধিয়ানা গিয়ে দল নীল রঙের মাঠে অনুশীলন করবে বলে জানিয়েছেন কোচ মাইকেল নবস। নতুন কালার কম্বিনেশনে স্টেডিয়ামে দর্শকরা খেলা আরও স্পষ্ট করে দেখতে পারবেন বলে আশা করছে অলিম্পিক কর্তৃপক্ষ।