অলিম্পিকে ভারতের হকি-স্কোয়াড
আট বছর পর অলিম্পিকের ছাড়পত্র পেল ভারতীয় হকি দল। দিল্লিতে প্রি-অলিম্পিকের ফাইনালে ফ্রান্সকে ৮-১ গোলে হারিয়ে দেন ভরত ছেত্রীরা। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর লন্ডন অলিম্পিকে খেলতে দেখা যাবে ভারতীয় হকি দলকে।
আট বছর পর অলিম্পিকের ছাড়পত্র পেল ভারতীয় হকি দল। দিল্লিতে প্রি-অলিম্পিকের ফাইনালে ফ্রান্সকে ৮-১ গোলে হারিয়ে দেন ভরত ছেত্রীরা। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর লন্ডন অলিম্পিকে খেলতে দেখা যাবে ভারতীয় হকি দলকে।
প্রথমার্ধে তিন-এক গোলে এগিয়ে ছিল ভারত।
দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমনাত্মক হকির সামনে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে আরও পাঁচটি গোল করে ভারত। সন্দীপ সিং-এর অনবদ্য পারফরম্যান্স দেখা যায় এই ম্যাচে। একাই পাঁচটি গোল করেন ভারতের এই 'পেনাল্টি কর্ণার স্পেশালিস্ট'। গোটা টুর্নামেন্টে ১৬টি গোল করলেন সন্দীপ। ভারতের হয়ে বাকি গোলগুলি করেন বীরেন্দ্র লাকরা, সুনীল, রঘুনাথ। কোয়ালিফাইং রাউন্ডে ভারত ৪৪টি গোল করে। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে অলিম্পিকের টিকিট পাকা করলেন সন্দীপ সিংরা। এই পারফরম্যান্সের পর মাইকেল নবসের দলকে ঘিরে লন্ডনে ভাল ফলের আশা শুরু করে দিয়েছেন ভারতীয় হকি প্রেমীরা।