টেস্ট সিরিজের পর একদিনের ম্যাচের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করল ভারত

Updated By: Sep 3, 2017, 10:29 PM IST
টেস্ট সিরিজের পর একদিনের ম্যাচের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করল ভারত

ওয়েব ডেস্ক: যা হওয়ার ছিল, তাই হল। তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার পাঁচ ম্যাচের একদিনের সিরিজেও হোয়াইট ওয়াশ হল শ্রীলঙ্কা। ভারতীয় দলের কোচ হিসেবে কামব্যাক করার পর প্রথম সফরের তিনটে টেস্টে জয় এবং পাঁচটা একদিনের ম্যাচে জয়। হলই বা শ্রীলঙ্কা সহজ প্রতিপক্ষ। কিন্তু শাস্ত্রী-কোহলি জুটির এই সাফল্যকে ছোটো করা যাবে না। আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থরঙ্গা। কিন্তু ভুবনেশ্বর কুমারের দাপটে, মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাদের পক্ষে সর্বাধিক ৬৭ রান করেন থিরিমান্নে। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৫৫ রান। অধিনায়ক উপুল থরঙ্গা করেন ৪৮ রান। এছাড়া আর কোনও শ্রীলঙ্কার ব্যাটসম্যানই ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ভুবনেশ্বর কুমারের পাঁচ উইকেটের পাশাপাশি, বুমরাহ নিয়েছেন দুই উইকেট। এছাড়া, একটি করে উইকেট নেন, কূলদীপ যাদব এবং কেদার যাদব।

আরও পড়ুন লসিথ মালিঙ্গার বাড়িতে ডিনার সারলেন ভারতীয় দলের ক্রিকেটাররা

জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে হারিয়ে তুলে নেয় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং রাহানে এদিন অবশ্য রান পাননি। রোহিত করেন ১৬ রান এবং রাহানের অবদান মাত্র ৫ রান। কিন্তু, ভারত অধিনায়ক বিরাট কোহলি যে রয়েছেন দুর্দান্ত ফর্মে। এদিনও খেললেন অপরাজিত ১১০ রানের ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত দেন কেদার যাদব। তিনি আউট হন ৬৩ রান করে। ধোনি অপরাজিত থাকেন এক রানে।

আরও পড়ুন  দলের বস কে? ক্যাপ্টেন নাকি কোচ? জানেন, কী বললেন রবি শাস্ত্রী?

.