গাভাসকর বললেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করতে পারে বিসিসিআই
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দল পাঠাবে কিংবা পাঠাবে না, সেটা জানা যাবে বোর্ডের বিশেষ সাধারণ সভার পর। এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি প্রধান বিনোদ রাই। সাতই মে এসজিএমে বসছেন বিসিসিআই কর্তারা। সেখানেই ইংল্যান্ডে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি দুবাইতে আইসিসির বৈঠকে বিসিসিআই-এর লভ্যাংশ বন্টন এবং পরিচালন সংক্রান্ত মডেলকে পাত্তাই দেওয়া হয়নি। বরং সভায় নানান ইস্যুতে কোনঠাসা হয়ে পড়েছিলেন ভারতীয় বোর্ড কর্তারা । এরপরই আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে বিসিসিআই ।
ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দল পাঠাবে কিংবা পাঠাবে না, সেটা জানা যাবে বোর্ডের বিশেষ সাধারণ সভার পর। এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি প্রধান বিনোদ রাই। সাতই মে এসজিএমে বসছেন বিসিসিআই কর্তারা। সেখানেই ইংল্যান্ডে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি দুবাইতে আইসিসির বৈঠকে বিসিসিআই-এর লভ্যাংশ বন্টন এবং পরিচালন সংক্রান্ত মডেলকে পাত্তাই দেওয়া হয়নি। বরং সভায় নানান ইস্যুতে কোনঠাসা হয়ে পড়েছিলেন ভারতীয় বোর্ড কর্তারা । এরপরই আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে বিসিসিআই ।
আরও পড়ুন আইপিএলের সেরা একাদশ গড়লেন রিকি পন্টিং, নেই গম্ভীর!
সভার পরই বোর্ড কর্তারা সিদ্ধান্ত নেন আইসিসি-কে চাপে ফেলতে চ্যাম্পিয়ন্স ট্রফিকেই হাতিয়ার করবেন । সেই ভাবনা থেকেই পঁচিশে এপ্রিল ডেডলাইন পার হয়ে যাওয়া সত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেননি জাতীয় নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলবে কিনা এব্যাপারে বোর্ড চূড়ান্ত নেবে সাতই মে বোর্ডের বিশেষ সাধারন সভায় । এদিকে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার অধিকার রয়েছে বিসিসিআইয়ের ।
আরও পড়ুন গ্রেগ চ্যাপেলের জন্য মোটেই তাঁর কেরিয়ার এমন হয়নি, বললেন ইরফান পাঠান